প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল। সোমবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক তার টুইটার হ্যান্ডেলে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশের খবর দেন। তিনি জানান, http://cbseresults.nic.in. এই লিঙ্কে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এদিন কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রী সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ভিত্তিতে বাতিল পরীক্ষার নম্বর দেওয়া হয়েছে। আর যে সমস্ত শিক্ষার্থী প্রতিটি বিষয়ে পরীক্ষা দিতে পেরেছে, তাদের ফলাফল স্বাভাবিক মূল্যায়নের ভিত্তিতে ঘোষণা করা হবে। সিবিএসই-অনুমোদিত অধিকাংশ স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার এক-তৃতীয়াংশ শেষ করা সম্ভব হয়েছিল।
CBSE Board 12th Result Declared:
যে শিক্ষার্থীরা তিনটির বেশি পরীক্ষায় অংশ নিয়েছে তাদের তিনটি বিষয়ের প্রাপ্ত গড় নম্বর বাতিল হয়ে যাওয়া পরীক্ষায় দেওয়া হয়েছে। মূলত দিল্লি থেকে দ্বাদশ শ্রেণীর খুব অল্প সংখ্যক শিক্ষার্থী রয়েছে, যারা কেবলমাত্র এক বা দুটি বিষয়ে পরীক্ষায় বসে। তাদের ফলাফল স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ঘোষণা করা হবে। এরকম শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২,৩০০ জন।
আরও পড়ুন-৯০ শতাংশ নম্বর পেয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন ও আর্থিক ভাবে দুর্বল ছাত্রছাত্রীরা
সিবিএসই জানিয়েছে যে “শিক্ষার্থীদের তাদের ফলাফল উন্নত করতে পরবর্তীকালে ঐচ্ছিক পরীক্ষায় বসার সুযোগ থাকবে। তাদের ফলাফল… অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গেই ঘোষণা করা হবে।” সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের ঐচ্ছিক পরীক্ষার জন্য কমপক্ষে ১০ দিনের নোটিশ থাকবে। প্রকাশিত হয়নি মেরিট লিস্ট।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন