Advertisment

ICSE 10th Results 2022: প্রকাশিত দশম শ্রেণির ফল, মেধাতালিকায় প্রথম তিনে বাংলার ১৭ পড়ুয়া

পড়ুয়াদের পাশের হার ৯৯.৯৮ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
CISCE ICSE semester 2 result, CISCE ICSE Class 10th result, 2022 CISCE ICSE 10th semester 2, CISCE ICSE result link 2022

প্রকাশিত ICSE-এর দশম শ্রেণির ফলাফল। এবং উল্লেখযোগ্য ভাবে এবারে দেশের মধ্যে পশ্চিমবঙ্গের ফলাফল দুর্দান্ত। রবিবার বিকেলে ICSE এর দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে। পড়ুয়াদের পাশের হার ৯৯.৯৮ শতাংশ।

Advertisment

দেশের মধ্যে প্রথম, হারগুন কৌর মাথারু। পশ্চিমবঙ্গ থেকে প্রথম এবং দেশের সার্বিক স্তরে দ্বিতীয় হয়েছেন ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্র মহাম্মদ মাসুম ইকবাল। ৪৯৮ নম্বর পেয়ে এই রাজ্যে প্রথম হয়েছেন মোট ৪ জন। মেধাতালিকায় প্রথম তিন স্থানে রয়েছেন রাজ্যের ১৭ জন-সহ মোট ৫১ জন পড়ুয়া।

আরও পড়ুন স্কুলছুট পড়ুয়াদের নিয়ে বড় ঘোষণা শিক্ষা দফতরের, নির্দেশিকা জারি জেলাস্তরেও

প্রথম স্থানাধকারির প্রাপ্ত নম্বর ৪৯৯। এবছর ICSE-এর দশমের ফল বেশ নজরকাড়া। ছাত্রীদের পাশের হার ছাত্রদের তুলনায় বেশি। এবছর রাজ্য থেকে মোট পরীক্ষা দিয়েছে ৪০ হাজার ৭৩৬ জন।

আরও পড়ুন ফের দেশের সেরার সেরা যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়, টুইটে উচ্ছ্বাস মমতার

যথারীতি অফলাইন মোডে এবছর পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীরা যথেষ্টই খুশি। দেশজুড়ে পড়ুয়ারা উৎসবের মেজাজে। নিজেদের সাফল্যে উচ্ছ্বসিত তারা।

school education ICSE
Advertisment