Advertisment

CMAT 2019: এমবিএ করবেন ভাবছেন? বিস্তারিত রইল আপনার জন্য

CMAT 2019 Registrations at nta.ac.in: কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য CMAT 2019-এ রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। রাজ্যের পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে MBA করতে চান এমন আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
rrb-result-759

Common Management Admission Test, CMAT 2019 registrations

CMAT 2019: কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য CMAT 2019-এ রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। রাজ্যের পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে MBA করতে চান এমন আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে পারেন। আবেদনের জন্য NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in-এ ভিজিট করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর,২০১৮।

Advertisment

আরও পড়ুন: Kolkata Police Recruitment: কলকাতা পুলিশে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

২০১৮ পর্যন্ত, CMAT and GPAT (Graduate Pharmacy Aptitude Test) পরীক্ষা পরিচালনা করত অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (AICTE)। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) আসার পর পরীক্ষা পরিচালনার পুরো দায়িত্ব নেয় NTA। অ্যাডমিট কার্ড থেকে ফলাফল প্রকাশ সবটাই পরিচালিত হয় NTA-র মাধ্যমে।

CMAT ২১৯-এর গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন রেজিস্ট্রেশন/ অ্যাপ্লিকেশন ফর্ম– ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে

অ্যাডমিট কার্ড মিলবে– ৭ জানুয়ারি, ২০১৯

পরীক্ষার তারিখ-২৮ জানুয়ারি, ২০১৯

ফলাফল প্রকাশ- ১০ ফেব্রুয়ারি, ২০১৯

CMAT ২০১৯-এর জন্য যোগ্যতা: সারা ভারতের যে কোনও স্থান থেকে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে পারেন। এ ক্ষেত্রে বয়সের কোনও উর্ধসীমা নেই। তবে প্রার্থীকে যেকোও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে।

আরও পড়ুন: UPSC CDS (I) 2019: কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজছেন? সুবর্ণ সুযোগ আপনার জন্য

সে সমস্ত পরীক্ষার্থীরা স্নাতকের চূড়ান্ত বর্ষে রয়েছেন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের আগেই যাঁদের কোর্স শেষ হবে, তাঁরাও এণূিএ-র জন্য আবেদন করতে পারেন। তবে এমবিএ কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ওই সমস্ত পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা জরুরি।

কিভাবে আবেদন করবেন CMAT- এর জন্য

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। nta.ac.in- এই ওয়েবসাইটে ইনফর্মেশন বুলেটিন প্রকাশিত হওয়ার পর আবেদনের ওয়েবসাইট এবং ইউআরএল দেওয়া হবে।

Education
Advertisment