NEET Candidates Data Leaked Online:
অজস্র নিট পরীক্ষার্থীর ফোন নম্বর, ইমেল আইডি, বাড়ির ঠিকানার মূল্য ২ লাখ টাকা। ওয়েবসাইট থেকে অনলাইনে বিক্রি করা হচ্ছে এইসব তথ্য। কী ভাবে এই তথ্য ফাঁস হয়েছে তার তদন্তে ইতিমধ্যেই তৎপর হয়েছে সাইবার পুলিশ।
এ নিয়ে ‘দ্য ওয়ার’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একটি সাইটে গিয়ে লগ ইন করলে প্রথমেই দেখা যাবে তাদের ডেটাবেসের নির্ভরযোগ্যতার বিজ্ঞাপন। সেখানে স্পষ্ট জানানো হচ্ছে, এখানে যে ডেটা মিলবে তা বেশ দামি, এবং দামি হওয়ার যথেষ্ট কারণও রয়েছে।
কী কী তথ্য পাওয়া যাচ্ছে সেখানে? ছাত্রের নাম, নিটে তাদের প্রাপ্ত নম্বর, তালিকায় তাদের অবস্থান, পুরো ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং ই মেইল আইডি। সাইটে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে সমস্ত অ্যাপ্লিক্যান্টের মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা দেওয়া হয়েছে। তবে স্পষ্ট, এ আসলে সম্ভাব্য ক্রেতাদের লোভ দেখানোরই চেষ্টা। !
আরও পড়ুন, বছরে দু’বার অনুষ্ঠিত হবে NEET, JEE পরীক্ষা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
ওয়ারের প্রতিনিধি খতিয়ে দেখেছেন পুরোটাই। তাঁকে সম্ভাব্য ক্রেতা ঠাওরে ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশ কিছু পরীক্ষার্থী সম্পর্কিত তথ্য বিনামূল্যে দেওয়া হয়েছে। সেখান থেকে পাওয়া ফোন নম্বরে ফোন করে দেখা গেছে, বাস্তবিকই তা নিট পরীক্ষার্থীর নম্বর। তাঁদের কাছ থেকে এও জানা গেছে, অন্য সমস্ত তথ্যই সঠিক।
নিট পরীক্ষার দায়িত্বে থাকে সিবিএসই, তাদের থেকেই কি ফাঁস হয়েছে এ তথ্য? নাকি অন্য়ান্য বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার এরা রয়েছে এই ভয়ানক তথ্য ফাঁসের পিছনে? সে প্রশ্নের উত্তর এখনও অজানা।