মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাঝি। ৬৯৭ নম্বর পেয়ে প্রথম কাটোয়ার মেয়ে। দুর্গাদাসী চৌধুরানী হাইস্কুলের ছাত্রী সে। মাধ্য়মিকে প্রথম স্থানাধিকারী ছাত্রীর উচ্ছ্বাস আর ধরে না।
ফলপ্রকাশের পর থেকেই তাঁর বাড়িতে সমাগম। পরিবার থেকে প্রতিবেশী সকলেই হাজির হয়েছেন তাঁর বাড়িতে। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান তিনি। স্কুলের শিক্ষকদের এমনকি মাকেই দিলেন ক্রেডিট। তাঁর অসামান্য সাফল্যে গর্বিত সকলেই।
ভিকট্রি সাইন দিয়েই সকলের সঙ্গে জয় উদযাপন করলেন তিনি। প্রাইভেট টিউশন যেমন পড়তেন, তেমনই বাড়িতেও নিজের পড়াশোনার দিকে খেয়াল রাখতেন তিনি। এবছর, প্রথম স্থানে রয়েছেন একজনই। দীর্ঘদিনের প্রিপারেশন অবশেষে আজ ফল বেরোতেই সফল কাটোয়ার দেবদত্তা। টিভি খুলে রাখেন নি দেবদত্তার পরিবার। বেশ পরেই জানতে পেরেছেন রেজাল্ট। মায়ের কাছেই পড়তেন পদার্থবিদ্যা।
আরও পড়ুন WB Madhyamik Result 2023 Live: মাধ্যমিকে জেলার জয়-জয়কার, মেধা তালিকায় নেই কলকাতা
তাঁর সঙ্গে সঙ্গেই খুশি পড়ুয়ার মাও। বললেন, “আজকে এক আনন্দের দিন”। ১০ থেকে ১২ ঘণ্টা পড়তেন এবারের মাধ্যমিকের প্রথম দেবদত্তা। এক্কেবারে সাদামাটা পরিবারে বড় হয়েছেন দেবদত্তা। সেলফ-স্টাডি করতেই বেশি পছন্দ করেন।