Advertisment

WB 12th Result 2023 Date: উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ কবে? দিনক্ষণ ঘোষণা শিক্ষামন্ত্রীর

WBCHSE 12th Result 2023 Date,Time: বেলা সাড়ে ১২ টা থেকে ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
hs results 2023 will be published on 24 may , উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ কবে? দিনক্ষণ ঘোষণা শিক্ষামন্ত্রীর

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে?

WBCHSE 12th Result 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ২৪শে মে। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। ওইদিন বেলা ১২ টায় সাংবাদিক বৈঠক করে সংসদ সভাপতি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। বেলা সাড়ে ১২ টা থেকে ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ৩১ মে থেকে সংসদের দফতর থেকে মার্কশিট বিলি করা হবে। সোমবার টুইট করে এই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Advertisment

টুইটে শিক্ষামন্ত্রী ব্রাত্য লিখেছেন, 'আগামী ২৪ মে বেলা ১২ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা ১২ টা ৩০ মিনিট থেকে পড়ুয়ারা অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। আগামী ৩১ মে কাউন্সিলের ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেটের হার্ডকপি বিলি করা হবে।'

চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। পরীক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ ৫২ হাজার। এবারেই প্রথমবার একটি প্রশ্নপত্র ও একটি উত্তরপত্রে পরীক্ষা দেয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় ছিল এমসিকিউ-এর উত্তর লেখার জন্য নির্ধারিত জায়গা। এবং পরবর্তী দু’টি পৃষ্ঠা নির্দিষ্ট করে দেওয়া হয় এসএকিউ-এর উত্তর লেখার জন্য।

অনলাইনে কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের ফলাফল?

১) পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in এবং wbresults.nic.in। এই দুই ওয়েবসাইটে ক্লিক করে ফলাফল দেখা যাবে।

২) দুটি ওয়েবসাইটের হোমপেজেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত লিঙ্ক ‘West Bengal Council of Higher Secondary Education Examination Results-2023’ থাকবে। তাতে ক্লিক করতে হবে।

৩) 'WBCHSC- Higher Secondary Examination Result - 2023'-র নীচে 'Enter Your Roll', 'Enter Registration No.', 'No.' এবং 'Enter Captcha' আছে। সেই তথ্য দিতে হবে। তারপর 'Submit'-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের। তাহলেই মিলবে উচ্চ মাধ্যমিকের ফলাফল।

আরও পড়ুন- কর্ণাটকের মুখ উজ্বল করলেন বঙ্গতনয়া! সোনার মেয়ের নজিরবিহীন কীর্তিকে কুর্ণিশ!

HS result West Bengal higher secondary examination
Advertisment