Advertisment

IAS Success Story: মায়ের সঙ্গে বেচতেন চুড়ি, প্রবল অর্থকষ্টেও সফল IAS হয়ে সবার অনুপ্রেরণা রমেশ

IAS Ramesh Gholap: শৈশব কেটেছে প্রবল অর্থকষ্টে। অল্প বয়সে হারান বাবাকেও। কিন্তু কোনও কিছু বাধা হতে পারেনি কেরিয়ারে। কঠোর পরিশ্রমের ফল পেয়ে IAS হন রমেশ ঘোলাপ। কঠিন লড়াইয়ে আইএএস হয়ে ওঠেন রমেশ ঘোলাপ। আইএএস রমেশ ঘোলাপ এখন ঝাড়খন্ডের কোডার্মা জেলার ডেপুটি কমিশনার পদে কর্মরত। ছোট্ট গ্রাম থেকে উঠে আসা যুবকের সাফল্যের কাহিনী শিহরণ জাগাবে। আজ আমরা জানব তাঁর সাফল্যের গল্প।

author-image
IE Bangla Web Desk
New Update
IAS Success Story, UPSC Preparation Tips, UPSC Topper

IAS Success Story: কঠিন লড়াইয়ে আইএএস হয়ে ওঠেন রমেশ ঘোলাপ।

IAS Ramesh Gholap: শৈশব কেটেছে প্রবল অর্থকষ্টে। অল্প বয়সে হারান বাবাকেও। কিন্তু কোনও কিছু বাধা হতে পারেনি কেরিয়ারে। কঠোর পরিশ্রমের ফল পেয়ে IAS হন রমেশ ঘোলাপ। কঠিন লড়াইয়ে আইএএস হয়ে ওঠেন রমেশ ঘোলাপ। আইএএস রমেশ ঘোলাপ এখন ঝাড়খন্ডের কোডার্মা জেলার ডেপুটি কমিশনার পদে কর্মরত। ছোট্ট গ্রাম থেকে উঠে আসা যুবকের সাফল্যের কাহিনী শিহরণ জাগাবে। আজ আমরা জানব তাঁর সাফল্যের গল্প।

Advertisment

মহারাষ্ট্রের শোলাপুরের মহাগাঁওয়ে জন্ম এবং বেড়ে ওঠা রমেশের। তাঁর বাবা সাইকেল সারাতেন। কিন্তু তাতে কোনওভাবেই সংসার চলত না। আর তাই একসময় পড়াশোনার খরচ জোগাতে মায়ের সঙ্গে চুড়ি বিক্রিও করতে হয়েছে রমেশকে। তবে অদম্য জেদ এবং ইচ্ছাশক্তির জোরে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন রমেশ।

শোলাপুরের মহাগাঁও গ্রামের একটি স্কুলেই পড়াশোনা শুরু করেন রমেশ। দ্বাদশ শ্রেণির পরীক্ষার আগেই মারা যান তাঁর বাবা। বাবাকে শেষযাত্রায় দেখতে আসার জন্য টাকাও ছিল না রমেশের কাছে। সৎকার করার জন্য প্রতিবেশিদের থেকে টাকা ধার করে বাড়ি ফেরেন তিনি।

বাবার মৃত্যুর শোকও সাফল্যের পথে বাধা হতে পারেনি রমেশের। দ্বাদশের পরীক্ষায় ভাল ফল করে স্নাতক হন তিনি। ২০০৯ সালে একটি ছোট স্কুলে শিক্ষকতা শুরু করেন। শৈশবে স্বপ্ন ছিল গ্রামের তহসিলদার হওয়ার। আর সেই স্বপ্নপূরণের লক্ষ্যে পুণেতে এসে UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন।

আরও পড়ুন Premium: জানতেন না ইংরাজি, হাজারও বিদ্রুপ সয়ে আজ সফল IAS সুরভী গৌতম, জানুন তাঁর গল্প

হস্টেলে থাকার খরচ জোগাতেও হিমশিম খেতে হয়েছে রমেশকে। থাকা-খাওয়ার খরচ জোগাতে পড়াশোনার ফাঁকে পোস্টার বানাতেন রমেশ। আর সম্বল ছিল স্কলারশিপের সামান্য কিছু টাকা। ২০১০ সালে প্রথমবার UPSC পরীক্ষায় বসেন রমেশ। কিন্তু সেবার ভাল ফল হয়নি। তবে থামেননি তিনি। মনোবল জুগিয়ে নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করেন তিনি। দ্বিতীয় চেষ্টায় সারা দেশে ২৮৭ ব়্যাঙ্ক অর্জন করেন রমেশ।

আরও পড়ুন UPSC Preparation Tips: ছাড়েন সরকারি চাকরি, কোভিডও বাধা দিতে পারেনি সাফল্যে, জানুন জাগৃতির IAS হওয়ার কাহিনী

Education upsc IAS Board Exam Success Story board result
Advertisment