ICSE, ISC 2019 Exam Schedule Announced on CISCE Official Website: ICSE এবং ISC পরীক্ষার সূচি ঘোষণা করল দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিক্ট এগজামিনেশন (CISCE)। ICSE অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে এবং ISC অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ৪ ফেব্রুয়ারি থেকে। এবার এক নজরে দেখে নিন, পরীক্ষার রুটিন-
ICSE date sheet 2019
ফেব্রুয়ারি ২২- ইংলিশ ল্যাঙ্গুয়েজ– ইংলিশ পেপার ১
ফেব্রুয়ারি ২৩- আর্ট পেপার ১
ফেব্রুয়ারি ২৫ – ইংরাজি সাহিত্য–ইংরাজি পেপার ২
ফেব্রুয়ারি ২৬- হিন্দি
ফেব্রুয়ারি ২৭- পরিবেশ বিজ্ঞান (Group II Elective)
আরও পড়ুন: আর বছর নষ্ট নয়, ICSE, ISC-তেও সাপ্লি দিতে পারবে পড়ুয়ারা
মার্চ ১- ইতিহাস এবং সিভিক্স– H.C.G. পেপার ১
মার্চ ২- আর্ট পেপার ২ (নেচার ড্রইং/ পেন্টিং)
মার্চ ৫- ফিজিক্স – সায়েন্স পেপার ১
মার্চ ৮ – অঙ্ক
মার্চ ৯ – আর্ট পেপার ৩ (ওরিজিনাল কম্পোজিশন)
মার্চ ১১– ভূগোল– H.C.G. পেপার ২
মার্চ ১৩- সেকেন্ড ল্যাঙ্গুয়েজ: এও-নাগা, আসামিজ, বাংলা, Dzongkha, গারো, গুজরাটি, কানাড়া, খাসি, লেপচা, মালায়ালাম, মনিপুরি, মারাঠি, মিজো, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, Tangkhul, উর্দূ, মর্ডান ফরেন ল্যাঙ্গুয়েজ: আরবিক, চাইনিজ, ফ্রেঞ্চ, জার্মান, মর্ডান আর্মেনিয়ান, পার্সিয়ান, পর্তুগিজ, রাশিয়ান, স্পানিশ, থাই, তিবেতিয়ান।
মার্চ ১৪- ফ্রেঞ্চ /সংস্কৃত (Group II Elective)
মার্চ ১৫- ইকোনমিক্স (Group II Elective)
মার্চ ১৬- আর্ট পেপার ৪ (Applied Art)
মার্চ ১8- (Group III-Elective) কার্নাটিক মিউজিক, কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ক্রকারি, নাটক, ইকোনোমিক অ্যাপ্লিকেশন, এনভার্নমেন্টাল অ্যাপ্লিকেশন, ফ্যাশন ডিজাইনিং, ফ্রেঞ্চ, জার্মান, হিন্দুস্তানি মিউজিক, হোম সায়েন্স, ইন্ডিয়ান ডান্স, শারীরিক শিক্ষা, ওয়েস্টার্ন মিউজিক, যোগা টেকনিক্যাল ড্রইং।
মার্চ ১৯- কমার্শিয়াল স্টাডিজ (Group II Elective)
মার্চ ২২- কেমিস্ট্রি – সায়েন্স পেপার ২
মার্চ ২৫- বোয়োলজি – সায়েন্স পেপার ৩
ISC date sheet 2019
ফেব্রুয়ারি ৪- আর্ট পেপার ৩ (Drawing or Painting of a Living Person)
ফেব্রুয়ারি ৫-ফিজিক্স – পেপার ২ (প্রাক্টিক্যাল)
ফেব্রুয়ারি ৬- ইন্ডিয়ান মিউজিক– হিন্দুস্থানি পেপার ২ (প্রাক্টিক্যাল)
ইন্ডিয়ান মিউজিক– কার্ণাটির পেপার ২ (Practical)
ওয়েস্টার্ণ মিউজিক – পেপার ২ (প্রাক্টিক্যাল)
হোম সায়েন্স – পেপার ২ (প্রাক্টিক্যাল)– Planning Session
ফেব্রুয়ারি ৭- কেমিস্ট্রি– পেপার ২ (প্র্যাক্টিক্যাল)
ফেব্রুয়ারি ৮- বায়োটেকনোলজি – পেপার ২ (প্র্যাক্টিক্যাল)
ফেব্রুয়ারি ১১- বায়োলজি– পেপার ২ (প্র্যাক্টিক্যাল)
ফেব্রুয়ারি ১২- হোম সায়েন্স– পেপার ২ (প্র্যাক্টিক্যাল) – Examination Session
ফেব্রুয়ারি ১৩- কম্পিউটার সায়েন্স– পেপার ২ (প্র্যাক্টিক্যাল)
Planning Session
Examination Session
ফেব্রুয়ারি ১৪- ফ্যাশন ডিজাইনিং – পেপার ২ (প্র্যাক্টিক্যাল)
ফেব্রুয়ারি ১৫- ইকোনোমিক্স
ফেব্রুয়ারি ১৬- আর্ট পেপার ২ (Drawing & Painting from Nature)
ফেব্রুয়ারি ১৮- কম্পিউটার সায়েন্স–পেপার ১ (থিওরি)
ফেব্রুয়ারি ২০- অ্যাকাউন্টস
ফেব্রুয়ারি ২১- ইংলিশ পেপার ১– (English Language)
ফেব্রুয়ারি ২২- ফিজিক্যাল এডুকেশন – পেপার ১ (থিওরি)
ফেব্রুয়ারি ২৩- আর্ট পেপার ১ (Drawing or Painting from Still Life)
ফেব্রুয়ারি ২৫- ইংলিশ– পেপার ২ (ইংরাজি সাহিত্য)
ফেব্রুয়ারি ২৬- ইন্ডিয়ান মিউজিক – হিন্দুস্থানি – পেপার ১ (থিওরি)
ইন্ডিয়ান মিউজিক– কার্নাটিক– পেপার ১ (থিওরি)
ওয়েস্টার্ণ মিউজিক– পেপার ১ (থিওরি)
ফ্যাশন ডিজাইনিং– পেপার ১ (থিওরি)
ফেব্রুয়ারি ২৭- ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ/ মর্ডান ফরেন ল্যাঙ্গুয়েজ/ ক্লাসিকাল ল্যাঙ্গুয়েজ
ফেব্রুয়ারি ২৮- আর্ট পেপার ৪ (Original Imaginative Composition in Colour)
মার্চ ১- কেমিস্ট্রি– পেপার ১ (থিওরি)
মার্চ ২- আর্ট পেপার ৫ (ক্রাফ্ট ‘A’)
মার্চ ৫- ম্যাথামেটিক্স
মার্চ ৬- ইলেক্টিভ ইংলিশ
মার্চ ৭- বিজনেস স্টাডি
মার্চ ৮- সাইকোলজি
মার্চ ১১- ফিজিক্স – পেপার ১ (থিওরি)
মার্চ ১২- পরিবেশ বিজ্ঞান – পেপার ১ (থিওরি)
মার্চ ১৩- সোশিওলজি
মার্চ ১৪- বায়োলজি– পেপার ১ (থিওরি)
মার্চ ১৫- ইতিহাস
মার্চ ১৮- কমার্স
ইলেকট্রিসিটি এবং ইলেক্ট্রনিক
মার্চ ১৯- পলিটিকাল সায়েন্সPolitical Science
বায়োটেকনোলজি– পেপার ১ (থিওরি)
মার্চ ২২- ভূগোল– পেপার ১ (থিওরি)
মার্চ ২৫- হোম সায়েন্স– পেপার ১ (থিওরি)
জিওমেট্রিক্যাল এবং মেকানিক্যাল ড্রইং
জিওমেট্রিক্যাল এবং বিল্ডিং ড্রইং
cisce.org ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা তারিখ সংক্রান্ত সব বিষয় জেনে নিতে পারবেন।
Read the full story in English