IGNOU-র পরীক্ষার অ্যাডমিট কার্ড মিলবে কীভাবে, জানুন

খুব শীঘ্রই ডিসেম্বর, ২০১৮-এর পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইগনু (IGNOU) যাঁরা আগামী ডিসেম্বরের পরীক্ষায় বসতে চলেছেন তাঁরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

খুব শীঘ্রই ডিসেম্বর, ২০১৮-এর পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইগনু (IGNOU) যাঁরা আগামী ডিসেম্বরের পরীক্ষায় বসতে চলেছেন তাঁরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IGNOU December 2018 admit cards: খুব শীঘ্রই ডিসেম্বর ২০১৮-র পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) যাঁরা আগামী ডিসেম্বরের পরীক্ষায় বসতে চলেছেন সেই সমস্ত প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অর্থাত্ৎ ইগনুর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো ignou.ac.in। পরীক্ষা হবে আগামি ৩১ ডিসেম্বর।

আরও পড়ুন: কেন্দ্রীয় অনুদান পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়

জেনে নিন অনলাইনে IGNOU অ্যাডমিট কার্ড ডানলোড করবেন কীভাবে

Step 1: ওপরে দেওয়া IGNOU-র অফিসিয়াল ওয়েবসাইটে যান।

Advertisment

Step 2: হোমপেজের মাঝে দেওয়া  ‘Admit card for December 2018 exam’ লেখা লিঙ্কটির ওপরে ক্লিক করুন।

Step 3: একটি নতুন পেজ খুলবে এবং তাতে অ্যাডমিট কার্ডের জন্য অপশন দেওয়া থাকবে।

Step 4: ওই অপশনে ক্লিক করুন।

Step 5: ৯টি ডিজিটের এনরোলমেন্ট নম্বর দিন এবং সাবমিট করুন।

Step 6: স্ক্রিনে অ্যাডমিট কার্ড আসবে।

Advertisment

Step 7: ডাউনলোড করুন এবং পরবর্তী সময়ের প্রয়োজনের জন্য প্রিন্টআউট নিয়ে রাখুন।

বিঃ দ্রঃ

পরীক্ষার হলে হল টিকিট নিয়ে যাওয়া বাধ্যতামূলক। কাজেই নাম এবং জন্মতারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন। যদি কোনো প্রার্থীর অ্যাডমিট কার্ড ডাউনলোডে কোনও সমস্যা হয়, সেক্ষেত্রে রিজিওনাল সেন্টার থেকে পরীক্ষাকেন্দ্র সম্পর্কিত তথ্য পেতে পারবেন পরীক্ষার্থী। পরীক্ষার দিন সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবির সঙ্গে প্রবেশিকা পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম আনতে হবে প্রার্থীদের।

Read the full story in English

Education