জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করল আইআইটি

জে.ই.ই. অ্যাডভান্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ের অন্তত ১০ শতাংশ এবং মোটের ওপর ৩৫ শতাংশের স্কোর নিশ্চিত করতে হবে।

জে.ই.ই. অ্যাডভান্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ের অন্তত ১০ শতাংশ এবং মোটের ওপর ৩৫ শতাংশের স্কোর নিশ্চিত করতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

How to Check WBJEE Result 2019, Steps to Check WBJEE Result 2019 Express Photo by Deepak Joshi.

২০১৯ এর জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় প্রায় ১.৬৫ লক্ষেরও বেশি ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিল। রবিবার, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে জানানো হয়, আগামী ১৪ জুন প্রকাশিত হবে ফলাফল। তবে এখনও ভর্তির জন্য কাট-অফের নম্বর প্রকাশ করেনি ভারতীয় ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটিএস)। মনে করা হচ্ছে, ভর্তির যোগ্যতা অর্জনের জন্য কাট-অফটি পূর্ববর্তী বছরের মতই রাখতে পারে আইআইটি।

Advertisment

জে.ই.ই. অ্যাডভান্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ের অন্তত ১০ শতাংশ এবং মোটের ওপর ৩৫ শতাংশের স্কোর নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষার্থী যোগ্যতা অর্জন না করলে, 'এগ্রিগেট নম্বর' আরও কমিয়ে আনা যেতে পারে বলে জানিয়েছে বোর্ড।

আরও পড়ুন: প্রশ্নফাঁস রুখতে উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র বদল

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্স) পরীক্ষা নেওয়া হবে ২৭ মে। আবার ওই দিনেই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে বলে সোমবার জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। সুতরাং জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষার দিন ছাত্র ছাত্রীরা যে চাপের মধ্যে ছিল তা বলাবাহুল্য।

Advertisment

আইআইটির তথ্য অনুযায়ী ২০১৬ সালে উত্তীর্ণ হয়েছিল প্রায় ৩৬,৫০০ জন। ২০১৭ সালে ৫১,০০০ জন, ২০১৮ সালে ৩১,৯৮৮ জন।

IIT