কেরালার বন্যায় ত্রাণ নিয়ে বহু রকম ঘটনা ঘটছে। শীর্ষ আদালতের বিচারপতির সঙ্গীত পরিবেশন, সিনে নায়কের সশরীরে ত্রাণকার্যে উপস্থিতির সাক্ষী থেকেছে সারা দেশ। কিন্তু ঝাড়খণ্ড হাইকোর্টে যা ঘটল, তাকে অনন্য বলা চলে। তিন ব্যক্তির আগাম জামিন মঞ্জুর করার জন্য হাইকোর্ট শর্ত দিল, আগে টাকা জমা করতে হবে কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। সোমবার বিচারপতি এ বি সিংয়ের এক বেঞ্চ এই রায় দেয়। বেঞ্চের পর্যবেক্ষণ, বন্যায় কেরালায় যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য এটুকু করতেই হবে।
প্রতারণা ও জালিয়াতির মামলায় জনৈক উৎপল রায়ের আগাম জামিনের এ দিন মঞ্জুর করেন বিচারপতি এ বি সিং। তার জন্য শর্ত হিসেবে ৭০০০ টাকা কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করার নির্দেশ দেন তিনি।
একই রকম ভাবে জালিয়াতির মামলায় ধনেশ্বর মণ্ডল ও শম্ভু মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর হয় ৫০০০ টাকা কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করার শর্তে।
আরও পড়ুন, কেরালার বন্যা আক্রান্তদের জন্য ত্রাণ সংগ্রহে মঞ্চে গাইলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি
আদালত জানিয়ে দেয়, আবেদনকারীরা যে ত্রাণ তহবিলে টাকা জমা করেছেন, তার প্রমাণ জমা করতে হবে।
ঝাড়খণ্ড হাইকোর্টের অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিকারওয়ার জানিয়েছেন, মধ্যপ্রদেশ এবং কর্নাটকের হাইকোর্টও কয়েকটি ক্ষেত্রে এই রকম নির্দেশ দিয়েছে।
সোমবারই দিল্লিতে কেরালার বন্যাত্রাণের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়ে গান করেছিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। মঞ্চে উঠে জোসেফ কুরিয়ানের সঙ্গে ‘উই শ্যাল ওভারকাম’ এবং ‘হাম হোঙ্গে কামইয়াব’ এ গলা মেলালেন বিচারপতি কে এম জোসেফ।