চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ৩রা জুন হবে এ বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ। ফল প্রকাশ করা হবে সকাল ৯টায়। বেলা ১০ টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থী।
এ বছর ৭ থেকে ১৬ই মার্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল।
২০২২ সালের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫লক্ষ ৫৯জন এবং ছাত্রী ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।
অতিমারির জেরে ২০২১ সালে বন্ধ ছিল মাধ্যমিক পরীক্ষা। গাণিতিক ভিত্তিতে নম্বর পেয়েছিল পড়ুয়ারা। এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। ফলে আগের মতোই হলে বসেই পরীক্ষার বন্দোবস্ত করেছিল মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদের তরফে জানানো হয়েছে যে, মোট ১৪ টি ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের ফল। ওয়াবসাইটগুলি হল, www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in, www.exametc.com, www.schools9.com। এছাড়াও মিসেজে WB10 লিখে স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর ৫৬৭৬৭৫০ নম্বরে পাঠালেই মিলবে পরীক্ষার ফলাফল।
আরও পড়ুন- প্রকাশিত UPSC-র ফলাফল, দেশে সেরার সেরা শ্রুতি শর্মা, প্রথম তিন জনই মহিলা