আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। শুক্রবার এ বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরই আগামী বছরের পরীক্ষাসূচি ঘোষণা করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
২০২৩ সালের মাধ্যমিক পরীকক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। শেষ হবে ৪ মার্চ।
২০২৩ সালের পরীক্ষাসূচি:
২৩ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, প্রথম ভাষা
২৪ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, দ্বিতীয় ভাষা
২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ভূগোল
২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ইতিহাস
২৮ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, জীবন বিজ্ঞান
২ মার্চ ২০২৩, বুধবার, অঙ্ক
৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ভৌত বিজ্ঞান
৪ মার্চ ২০২৩, শুক্রবার, ঐচ্ছিক বিষয়
ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবারের মাধ্যমিকের ফলাফল।
এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। সাফল্যের হারে এবারও শহরকে টেক্কা জেলার। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এবছরের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজারেরও বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় প্রকাশিত হল ফল। সাফল্যের হারে ছাত্রদের চেয়ে এ বছর সামান্য পিছিয়ে রয়েছেন ছাত্রীরা।
আরও পড়ুন- WBBSE Class 10 Madhyamik results 2022 Live Updates : সাফল্যের নিরিখে মেয়েদের ছাপিয়ে গেল ছেলেরা, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর
মাধ্যমিকে এবছর প্রথম হয়েছেন ২ জন। প্রথম হয়েছেন বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব ঘড়াই। তাঁরই সঙ্গে প্রথম স্থানে রয়েছেন বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩। এবছর মাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল নামে আরও দুই পড়ুয়া। তাঁদের দু’জনের প্রাপ্ত নম্বর হল ৬৯২। এবার মাধ্যমিকে তৃতীয় হয়েছেন দু’জন। অনন্যা দাশগুপ্ত ও দেবশিখা প্রধান মাধ্যমিকে তৃতীয় হয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।
আরও পড়ুন- WBBSE Class 10 Madhyamik results 2022: এই ওয়েবসাইট থেকে জানা যাবে মাধ্যমিকের ফলাফল