Advertisment

আজ হচ্ছে না মাধ্যমিক উচ্চ-মাধ্যমিকের সূচি ঘোষণা, নতুন ভাবনা রাজ্যের

দোলাচল কেটেছিল। পর্ষদ ও সংসদ জানিয়েছিল বুধবারই চলতি বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের নির্ঘন্ট ঘোষণা হবে। কিন্তু, সেই ঘোষণা আজ হচ্ছে না।

author-image
IE Bangla Web Desk
New Update
Madhyamik Higher Secondary exam 2022 schedule declared

আগামী বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা।

আজ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সূচি ঘোষণা হচ্ছে না। পর্ষদ ও সংসদ সূত্রে এমনটাই জানা গিয়েছে। কবে এই সূচি ঘোষণা হবে? তা পরে জানানো হবে বলে ঘোষণা করা হয়েছে।

Advertisment

দোলাচল কেটেছিল। পর্ষদ ও সংসদ জানিয়েছিল বুধবারই চলতি বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের নির্ঘন্ট ঘোষণা হবে। কিন্তু, সেই ঘোষণা আজ হচ্ছে না। কী কারণে এই সিদ্ধান্ত? তা অবশ্য পর্ষদ ও সংসদের তরফে এখনও স্পষ্ট করা হয়নি।

করোনা আবহে মঙ্গলবারই সিবিএসই ও আইএসই পরীক্ষা বাতিল বলে ঘোষণা হয়েছে। গোটা শিক্ষাবর্ষের গৃহীত পরীক্ষার ফলের ভিত্তিতে ধাপে ধাপে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সিবিএসই বোর্ড। তারপরই এদিন মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সূচি ঘোষণা করা হচ্ছে। তা হলে কী রাজ্য এই পরীক্ষাগুলো নিয়ে নতুন কিছু ভাবছে? তা নিয়ে জল্পনা তুঙ্গে।

সূত্রে খবর, পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, পরীক্ষা না হলে কোন পথে মূল্যায়ণ হবে তা নির্ধারণে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হবে। ৭২ ঘন্টার মধ্যে দেওয়া এই কমিটির রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত হবে পরীক্ষার নির্ঘন্ট ও নিয়মাবলী।

আরও পড়ুন- বাতিল চলতি বছরের CBSE দ্বাদশের পরীক্ষা, মোদীর উপস্থিতিতেও বৈঠক নিস্ফলা

এর আগে করোনার জেরে জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কবে পরীক্ষা নেওয়া হবে, তা শিক্ষা দফতর ঠিক করবে বলে জানিয়েছিলেন তিনি।

গত সপ্তাহে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এ বছরের মাধ্যমিক পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু জুলাই মাসের শেষ সপ্তাহে। তবে তিনি দিন ঘোষণা করেননি। জানানো হয়েছিল, সংসদ ও পর্ষদের সঙ্গে শিক্ষামন্ত্রীর আলোচনার ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হবে। সেই মতোই আজ, বুধবার এই দুই পরীক্ষার দিন ও সূচি ঘোষণার কথা বলা হয়।

অতিমারীর কারণে এবার পরীক্ষায় সময় ও নিয়মে বদল আনার কথাও বলা হয়েছিল। বলা হয়, এবার মাধ্যমিকে ৭টি অত্যাবশ্যক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না। এক্ষেত্রে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে নির্ধারিত হবে।

যদিও এদিন নির্ঘন্ট ঘোষণা স্থগিত হয়ে যাওয়ায় ফের মাধ্যমিক ও উচ্চমাদ্যমিক নিয়ে অনিশ্চতা তৈরি হল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Higher Secondary 2021 West Bengal Madhyamik 2021
Advertisment