Advertisment

INDIAN EXPRESS EXCLUSIVE: মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিকের ফল!

মে মাসের শেষ সপ্তাহেই সম্ভবত প্রকাশিত হতে চলেছে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। আগামী মাসের ২৭ তারিখের পর মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
madhyamik exam result

মাধ্যমিক পরীক্ষার ফল সম্ভবত মে মাসের শেষ সপ্তাহে। প্রতীকী ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

অর্ণব মিত্র 

Advertisment

মাধ্যমিক পরীক্ষার ফল মে মাসেই? মে মাসের শেষ সপ্তাহেই সম্ভবত প্রকাশিত হতে চলেছে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। আগামী মাসের ২৭ তারিখের পর মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হতে পারে বলে এদিন মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে indianexpress.com-কে জানানো হয়েছে। এ বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২১ মার্চ। এই মুহূর্তে পরীক্ষার্থীদের উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। মে মাসের প্রথম সপ্তাহে পরীক্ষকরা উত্তরপত্র পর্ষদে জমা দেবেন বলে খবর।

মাধ্যমিকের ফল প্রকাশের পর তা বোর্ডের ওয়েবসাইটে জানতে পারবেন পরীক্ষার্থীরা। wbbse.org, wb.allresults.nic.in, এই ওয়েবসাইটগুলিতে মাধ্যমিকের ফল জানা যাবে। এছাড়াও websites, examresults.net, indiaresults.com সাইটেও ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমেও মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টাইপ করতে হবে WB 10, তা পাঠাতে হবে ৫৪২৪২, ৫৬২৬৩ অথবা ৫৮৮৮৮ নম্বরে।

আরও পড়ুন, সিবিএসই দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা হচ্ছে না

এ বছর ১২ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। প্রায় ১১ লক্ষ ২ হাজার ৯৩২ পড়ুয়া এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন বলে জানা গেছে। গতবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭১ হাজার ৮৪৬। মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি। ৬ লক্ষ ২১ হাজার ২৬৬ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। অন্যদিকে ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৫৫৫। পরীক্ষা নেওয়া হয়েছিল ২ হাজার ৮১৯টি কেন্দ্রে।

আরও পড়ুন,রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড মিলছে বোর্ডের ওয়েবসাইটে

এ বছরও প্রশ্নফাঁসের ঘটনায় অস্বস্তিতে পড়ে মধ্যশিক্ষা পর্ষদ। জলপাইগুড়ির একটি স্কুলে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। স্কুলের ফার্স্টবয়কে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছিল সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় স্কুলের নাম তোলার জন্যই ওই প্রধান শিক্ষক এমনটা করেছিলেন বলে অভিযোগ। ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে বোর্ড। দোষ প্রমাণিত হলে ওই শিক্ষককে সাসপেন্ড করা হতে পারে বলে জানা গেছে। এদিকে, ভাল পড়ানোর জন্য রাজ্য সরকারের তরফে সম্মানিতও হয়েছেন ওই অভিযুক্ত শিক্ষক।

গত কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগেই প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল।

madhyamik exam
Advertisment