scorecardresearch

WBCHSE HS Result 2023 Declared: অতিমারীতে চাকরি হারিয়েছেন বাবা, তারপরেও লা-জবাব নবম স্থানাধিকারী মোনালিসা

দারিদ্র্যের সাঙ্গে লড়াই, অবশেষে জিতলেন জামালপুরের মেয়ে…

West Bengal HS Result 2023, wb HS Result 2023 Out, wbchse, wbchse hs result, wbresults nic in, wbhs result, wbchse result 2023 declared, wbresults nic in 2023,wb class 12 result 2023 declared, wb board result 2023 out, wb board result 2023 class 12th,, West Bengal 12th Result 2023,পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023, wb এইচএস ফলাফল 2023 আউট, wbchse, wbchse hs ফলাফল, wbhs ফলাফল, wbchse ফলাফল 2023 ঘোষণা
নবম স্থানে মোনালিসা

মেধাতালিকায় নম্বর থাকবে কিনা জানত না মোনালিসা পাল, কিন্তু এতটা নম্বর পাবেন আশা করতে পারেন নি নবম স্থান অধিকারী এই ছাত্রী। সেলিমাবাদ স্কুলের এই ছাত্রী পেয়েছেন ৪৮৮।

সকাল থেকেই টেলিভিশনের দিকে তাকিয়ে বসেছিলেন তিনি। নবম স্থানে নিজের নাম শুনতেই আতকে ওঠেন। বাড়িতে তারপর থেকেই উৎসবের রেশ। বাবা চাকরি হারিয়েছিলেন অতিমারীতে। কিন্তু মেয়ের পড়াশোনায় ব্যাঘাত ঘটতে দেন নি। তাঁকে সর্বসম্মত ভাবে সাহায্য করে গিয়েছেন পরিবারের সকলে।

পড়তেন মাত্র দুজন স্যারের কাছে। মা বাবা বেজায় খুশি। সবে বেরিয়েছে রেজাল্ট, এখনও ঠিক করে উঠতে পারেন নি কী হতে চান। পড়ুয়ার কথায়, আমার পরবর্তীতে অফিসার হওয়ার ইচ্ছে রয়েছে। Wbcs পরীক্ষা দেব। তারপর যা হয়। বাবা মায়ের কাছে ফোন আসছে। বেশ খুশি তাঁরাও।

উল্লেখ্য, সারাদিনে প্রায় ৭/৮ ঘণ্টা পড়তেন মোনালিসা। রাতের বেলা একেবারেই পড়তেন না। শুধু শেষ দুমাস একটু নিয়ম ভঙ্গ করেছিলেন তিনি। যখনই পড়তে বসতেন, মা বসে থাকত ক্রমাগতই। শিক্ষকদের সাহায্য না থাকলে বোধহয় এতটা উন্নতি হত না।

আরও পড়ুন- তাক লাগানো সাফল্য, উচ্চমাধ্যমিকের মেধা তালিকায়ও ছক্কা হাঁকাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

Stay updated with the latest news headlines and all the latest Education news download Indian Express Bengali App.

Web Title: Ninth rank holder monalisa got her parents back