উচ্চমাধ্যমিকের প্রথম দশে ঠাঁই পেয়েছে মোট ৮৭ জন। এর মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের জয়জয়কার। মেধা তালিকায় প্রথম স্থানাধীকারী শুভ্রাংশু সরদার দক্ষিণ ২৪ পরগনার এই স্কুলেরই ছাত্র। এছাড়াও ওই তালিকায় নাম রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলেরআরও ৯ জন পড়ুয়ার।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের এমন নজরকাড়া সাফল্যে খুশি শিক্ষক ও শিক্ষাকর্মীরা। স্কুলের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ বলেন, ‘স্কুলের ছাত্রদের এই সাফল্যে খুবই আনন্দের খবর। আমরা আশাই করেছিলাম যে ২০১৫ সালের পর ফের এবার হয়তো মেধা তালিকায় আমাদের কোনও ছাত্রের নাম দেখা যাবে। শুভ্রাংশু ভাল ফল করবে তা প্রত্যাশিতই ছিল। তবে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানে আসবে তা আমরা বুঝতে পারিনি। প্রথম দশে আমাদের স্কুলের ৯ জন ছাত্র আছে। আমরা গর্বিত।’
একনজরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কোন কোন ছাত্র মেধা তালিয়ায় স্থান পেয়েছে-
- প্রথম- শুভ্রাংশু সরদার (প্রাপ্ত নম্বর ৪৯৬)
- চতুর্থ- নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (প্রাপ্ত নম্বর ৪৯৩)
- ষষ্ঠ- অর্কদীপ ঘরা (প্রাপ্ত নম্বর ৪৯১)
- সপ্তম- বিতান শাসমল (প্রাপ্ত নম্বর ৪৯০)
- সপ্তম- অর্ক ঘোষ (প্রাপ্ত নম্বর ৪৯০)
- সপ্তম- অভিরূপ পাল (প্রাপ্ত নম্বর ৪৯০)
- অষ্টম- সৈয়দ সাকলাইন কবীর (প্রাপ্ত নম্বর ৪৮৯)
- নবম- সায়ন সাহা (প্রাপ্ত নম্বর ৪৮৮)
- নবম- অর্কপ্রতিম দে (প্রাপ্ত নম্বর ৪৮৮)

আরও পড়ুন- WBCHSE WB HS Result 2023: ‘পড়াশোনাকেই প্যাশন করেছি’, জানালেন প্রথম স্থানাধিকারী শুভ্রাংশু সর্দার
আরও পড়ুন- WBCHSE HS Result 2023 Declared: কলকাতা থেকে প্রথম যাদবপুরের শ্রীজা, স্বপ্ন ডেটা সাইন্টিস্ট হওয়ার
আরও পড়ুন- ২০২৪-এ কবে থেকে শুরু উচ্চমাধ্যমিক, বিরাট আপডেট দিল শিক্ষা সংসদ