উচ্চ-প্রাথমিকে চাকরি প্রার্থীদের নিয়োগপত্র আদালতের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। তবে ইন্টারভিউ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনও বাধা নেই। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
শিক্ষক নিয়োগে জট কেটেও যেন কাটছে না। ইন্টারভিউ এবং প্যানেল দুইয়ের ক্ষেত্রেও কোনও বাধা নেই বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কিন্তু অভিযোগ, এসএসসি-র তরফে যে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তা অস্বচ্ছতায় ভরা। ফলে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশের আবেদন জানিয়ে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়। তবে, নতুন করে আর কোনও স্থগিতাদেশ আদালত দেয়নি।
আরও পড়ুন- শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের, মারাত্মক অভিযোগ
এসএসসি-কে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উচ্চ-প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত নির্দেশে জানিয়েছে, ইন্টারভিউ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনও বাধা নেই। তবে, কাউকে নিয়োগপত্র আদালতের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। শিক্ষাগত যোগ্যতা, ওয়েটেজ এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের স্বচ্ছ তথ্য ভাণ্ডার তৈরি করতে হবে। ইন্টারভিউ গ্রহণের প্রক্রিয়া শেষে প্যানেল প্রস্তুত করবে এসএসসি।
পাশাপাশি বলা হয়েছে যে, যারা বেনিয়মের অভিযোগে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন ও যাদের শুনানি কমিশনের কাছে হবে, তাঁদের তথ্য ভাণ্ডারও স্বচ্ছতার সঙ্গে তৈরি করতে হবে এসএসসি-কে। এই দুই তথ্যভাণ্ডারই আদালতে জমা দিতে হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন