Advertisment

Kolkata Doctor Rape-Murder: আরজি কর প্রতিবাদের ছায়া উচ্চ মাধ্যমিকেও, পরীক্ষার্থীদের জন্য কড়া নির্দেশিকা পর্ষদের

Kolkata Doctor Rape-Murder: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব পশ্চিমবঙ্গের সব শ্রেণির মানুষ। পথে-ঘাটে, মাঠে-ময়দানে সর্বত্র প্রতিবাদের ঝড়। এবার সেই থেকে শিক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নয়া নির্দেশিকা জারি করল।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar MCH Doctor Protests, Doctor Rape and Murder case, RG Kar Incident

নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতে টানা কর্মবিরতি চলছে আরজি কর মেডিক্যাল কলেজে।

Kolkata doctor rape-murder: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ-হত্যার অভিযোগের প্রতিবাদের মধ্যে, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামী বছরের জন্য নির্ধারিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নির্দেশিকা প্রকাশ করেছে। কাউন্সিল জানিয়েছে যে উত্তরপত্রে যদি কোনও "রাজনৈতিক স্লোগান" লেখা থাকে তবে পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল হতে পারে।

Advertisment

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাধারণত পরীক্ষা চলাকালীন অসদাচরণ মোকাবিলায় পরীক্ষার আগে নির্দেশিকা প্রকাশ করে। কাউন্সিলের মতে, এই বছরের নির্দেশিকা জারি করা হয়েছে আরজি কর কাণ্ড এবং পরবর্তীতে বিভিন্ন কোণ থেকে আম জনতার প্রতিবাদের প্রতিক্রিয়ায়।

"পরীক্ষার্থীর উত্তরপত্র/ওএমআর-এ অশালীন লেখা বা অশালীন অঙ্কন বা রাজনৈতিক স্লোগান লেখা থাকলে সেই পরীক্ষার্থীকে অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত করা হবে," নির্দেশিকা উল্লেখ করেছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, "কোনও পরীক্ষার্থীকে অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত করা হবে যদি তিনি উত্তরপত্রের সঙ্গে কোনও কারেন্সি নোট সংযুক্ত করে পরিদর্শক বা পরীক্ষার সঙ্গে যুক্ত অন্য কোনও ব্যক্তিকে বা অন্য কোনওভাবে প্ররোচিত করার অভিপ্রায়ে। অবৈধ বা অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করে..."

কী জানাচ্ছে শিক্ষা দফতর?

স্কুল শিক্ষা দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাক পর, রাজ্যজুড়ে সমস্ত শ্রেণির মানুষ এই জঘন্য অপরাধের প্রতিবাদে বেরিয়ে এসে বিচার দাবি করেছে। বিশেষত, ছাত্র এবং শিক্ষকরা সক্রিয়ভাবে প্রতিবাদে অংশ নিচ্ছেন এবং বিভিন্ন কলেজ ও স্কুলের প্রাক্তন ছাত্ররাও অংশ নিয়েছেন।”

আরও পড়ুন রাস্তায় নেমে পরিষেবা, আরজি কর কাণ্ডে প্রতিবাদের মাঝেই অভিনব উদ্যোগ

“এমনকি ফুটবল ক্লাবের সমর্থকরা ফুটবল স্টেডিয়ামে বিচারের দাবিতে ব্যানার প্রদর্শন করেছিল। অপ্রতিরোধ্য বিক্ষোভের জেরে পর্ষদের মনে হয়েছে যে কিছু পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় অনুরূপ আচরণ করতে পারেন। এই কারণেই সংসদ এই ধরনের পরিস্থিতির জন্য নির্দেশিকা প্রকাশ করেছে,” আধিকারিক যোগ করেছেন।

Education department RG Kar Medical College HS Council WBCHSE HS Exam
Advertisment