Abhaya Clinic Health Camp: কেটে গিয়েছে ২২ দিন! আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছেন। দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই স্বাস্থ্য পরিষেবা চালু রাখতে দুরন্ত উদ্যোগ নিল জুনিয়র ডাক্তাররা।
আরজিকর, মেডিকেল কলেজ-সহ বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পথে নেমে পরিষেবা দিলেন সাধারণ মানুষকে। আজ রবিবার কলকাতার কুমোরটুলি ছাড়াও ধর্মতলা-সহ শহরের সাতটি জায়গায় সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত পরিষেবা দিলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের উদ্যোগে ‘অভয়া ক্লিনিক’ এ রবিবার বিভিন্ন সমস্যা নিয়ে আসেন রোগীরা। রোগীদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। সেই সঙ্গে জারি থাকে ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান।
শহরের সবকটি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা এই স্বাস্থ্য শিবিরে পরিষেবা প্রদান করেন। আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন জারি রেখেছেন। এর মাঝেই স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখার লক্ষ্যে গতকাল থেকে প্রতিদিন চার ঘন্টার জন্য টেলিমেডিসিন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। গতকালের পর আজ শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে 'অভয়া ক্লিনিকে' রোগী দেখলেন সাতটি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা।
অভয়া ক্লিনিকে রোগী দেখলেন জুনিয়র ডাক্তাররা
জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে “জনস্বার্থের কথা মাথায় রেখে,” অভয়া টেলিমেডিসিন ক্লিনিক শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা , প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিলবে পরিষেবা। রবিবার কুমোরটুলি ছাড়াও ধর্মতলা-সহ শহরের সাতটি জায়গায় সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত 'অভয়া ক্লিনিকে' পরিষেবা দিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা।