Advertisment

রাস্তায় নেমে পরিষেবা, আরজি কর কাণ্ডে প্রতিবাদের মাঝেই অভিনব উদ্যোগ

Abhaya Clinic Health Camp : আরজিকর, মেডিকেল কলেজ-সহ বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পথে নেমে পরিষেবা দিলেন সাধারণ মানুষকে। আজ রবিবার কলকাতার কুমোরটুলি ছাড়াও ধর্মতলা-সহ শহরের সাতটি জায়গায় পরিষেবা দিলেন জুনিয়র চিকিৎসকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhaya Clinic Health Camp

'অভয়া ক্লিনিকে' পরিষেবা দিচ্ছেন বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা, ছবি - পার্থ পাল

Abhaya Clinic Health Camp: কেটে গিয়েছে ২২ দিন! আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছেন।  দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই স্বাস্থ্য পরিষেবা চালু রাখতে দুরন্ত উদ্যোগ নিল জুনিয়র ডাক্তাররা। 

Advertisment

মোদীর স্বপ্নের বন্দে ভারতে বিছানায় শুয়ে সফর, দুরন্ত উদ্যোগ কেন্দ্রের

আরজিকর, মেডিকেল কলেজ-সহ বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পথে নেমে পরিষেবা দিলেন সাধারণ মানুষকে। আজ রবিবার কলকাতার কুমোরটুলি ছাড়াও ধর্মতলা-সহ শহরের সাতটি জায়গায় সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত পরিষেবা দিলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের উদ্যোগে ‘অভয়া ক্লিনিক’ এ রবিবার বিভিন্ন সমস্যা নিয়ে আসেন রোগীরা। রোগীদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। সেই সঙ্গে জারি থাকে ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান।  

Kakoli Ghosh Dastidar: মহিলা চিকিৎসকদের নিয়ে মন্তব্যে বিতর্কের ঝড়! ক্ষমা চাইলেন তৃণমূল সাংসদ কাকলি


শহরের সবকটি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা এই স্বাস্থ্য শিবিরে পরিষেবা প্রদান করেন। আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন জারি রেখেছেন। এর মাঝেই স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখার লক্ষ্যে গতকাল থেকে প্রতিদিন চার ঘন্টার জন্য টেলিমেডিসিন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। গতকালের পর আজ শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে 'অভয়া ক্লিনিকে' রোগী দেখলেন সাতটি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। 

My alt text

অভয়া ক্লিনিকে রোগী দেখলেন জুনিয়র ডাক্তাররা

Success Story: ধনুক ভাঙা পণে দুর্ধর্ষ সাফল্য বঙ্গতনয়ার! বিশ্বের দরবারে ভারতকে গর্বিত করলেন সায়নী

জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে “জনস্বার্থের কথা মাথায় রেখে,” অভয়া টেলিমেডিসিন ক্লিনিক শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা , প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিলবে পরিষেবা। রবিবার কুমোরটুলি ছাড়াও ধর্মতলা-সহ শহরের সাতটি জায়গায় সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত 'অভয়া ক্লিনিকে' পরিষেবা দিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। 

Shiksha Ratna: অভূতপূর্ব তৎপরতায় শিক্ষার সংজ্ঞাটাই বদলে দিয়েছেন! বেনজির প্রয়াসে প্রধান শিক্ষকের ঝুলিতে বিরাট সম্মান!

 

Doctor RG Kar Medical College
Advertisment