JEE Mains Exam Date 2019: JEE Mains ২০১৯-এর পরীক্ষার সময়সূচী প্রকাশ করল দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। বোর্ডের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী JEE Mains-এর দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ২০১৯-এর ৮ জানুয়ারী। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য জানতে পরীক্ষার্থীরা ভিজিজড করুন JEE এর অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in-এ।
How to check NTA JEE main exam date and shift 2019 online
এ ক্ষেত্রে প্রথম দফার পরীক্ষা হবে জানুয়ারির ৬ তারিখ থেকে। চলবে ২০ জানুয়ারী পর্যন্ত। প্রথম দফার পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে চলতি বছর ১৭ ডিসেম্বর থেকে।
আরও পড়ুন বছরে দু’বার অনুষ্ঠিত হবে NEET, JEE পরীক্ষা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
JEE Main 2019: যোগ্যতা কী
দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নুন্যতম ৭৫ শতাংশ নম্বর পেতে হবে। SC এবং ST ক্যাটাগরির জন্য অন্তত ৬৫ শতাংশ নম্বর পেতে হবে।
প্রয়োজনীয় তারিখগুলো দেখে নিন।
অনলাইনে আবেদন জমা দেওয়ার তারিখ পেরিয়ে গিয়েছে।
JEE Main I: পরীক্ষা শুরু হবে ২০১৯ এর ৬ জানুয়ারি থেকে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২০১৮-র ১৭ ডিসেম্বর থেকে।
পরীক্ষার তারিখ: ২০১৯-এর ৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি (এ ক্ষেত্রে আটটি আলাদা তারিখ রয়েছে, পরীক্ষার্থীরা যেকোনো একটি বাছতে পারেন)
JEE Main-এর ফলাফল প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি, ২০১৯
JEE (mains) পরীক্ষায় উত্তির্ণ হলে পরীক্ষার্থীরা ভারতের যেকোনও শহরের ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT), ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NITs) এবং ইনস্টিটিউট অফ ইনফর্মেশন টেকনোলজি (IIITs) থেকে ব্যচেলর অফ টেকনোলজি (B. Tech) ব্যাচেলর অফ ইঞ্জিয়ারিং (BE), এবং ব্যাচেলর অফ আর্কিটেকচার (B. Arch) এই ডিগ্রী কোর্সগুলো করতে পারবেন।