২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের সিলেবাস কমল। প্রায় ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমানো হয়েছে। বুধবার এই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়।
করোনার জন্য গত আট মাস ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। অনলাইনে পঠন-পাঠন চলছে। যদিও তাতে বহু ক্ষেত্রেই অসুবিধা হচ্ছে বলে অভিযোগ। সিলেবাস শেষ করা কার্যত অসম্ভব বলে জানিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা। এই পরিস্থিতিতে দশম ও দ্বাদশ শের্ণির বোর্ডের পরীক্ষা কীভাবে হবে তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিল।
এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও সিলেবাস কমিটি একযোগে সিলেবাস কমানোর জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাবই মেনে নিয়েছে রাজ্য সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
পাঠ্যের কোন অংশ সিলেবাস থেকে বাদ দেওয়া হল তা মধ্যশিক্ষা পর্যদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়ারা জানতে পারবেন বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
দেশের অনের রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পঠন-পাঠন শুরু হয়েছে। এ রাজ্যেও অচিরেই কি তেমন কোনও সম্ভাবনা রয়েছে? শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন 'স্কুল ভবনগুলো রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে। স্কুল খোলার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।' এছাড়া, কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই সেগুলো চালুর বিষয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা করা হবে। তারই পরেই কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে রাজ্য সরকার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন