গতকাল অর্থাৎ ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ভারতের প্রথম এবং বিশ্বের তৃতীয় রেলওয়ে বিশ্ববিদ্যালয়ের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গোয়েল এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।
চলতি বছর সেপ্টেম্বরে ২০ টি রাজ্যের ১০৩ জন পড়ুয়া নিয়ে প্রথম স্নাতক কোর্সের পঠনপাঠন চালু করেছে দ্য ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট (NRTI)। বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যাম্পাসটি তৈরি হয়েছে গুজরাটের ভাদোদরায়।
আরও পড়ুন: পাঁচ মিনিটেই জল ভর্তি হবে ২৪ কোচের ট্রেনের ট্যাঙ্ক, নয়া প্রযুক্তি ভারতীয় রেলের
আপাতত স্নাতকে দুটি কোর্স থাকছে বিশ্ববিদ্যালয়ে—ট্রন্সপোর্টেশন টোকনোলজিতে BSc এবং ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টে BBA। পাশাপাশি ২০১৯-২০ শিক্ষাবর্ষে ট্রান্সপোর্টেশন এবং সিস্টেমস ডিজাইন, ট্রান্সপোর্ট সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্ট পলিসি ইকোনোমিকস এবং অন্যান্য বিষয়ে স্নাতকোত্তরে একাধিক কোর্সও শুরু করার কথা ভেবেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে এক আধিকারিক বলেন, “এটা সত্যিই ভীষণ গর্বের যে, ১৫ ডিসেম্বর থেকে এমন বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ পাবে পড়ুয়ারা।"
প্রসঙ্গত, ইতিমধ্যেই সব মিলিয়ে মোট ২০টি রাজ্যের ৮৬ জন ছাত্র এবং ১৭ জন ছাত্রী নিয়ে গঠন হয়েছে স্টুডেন্ট বডি। ৪১ জন পড়ুয়া ভর্তি হয়েছেন BBA কোর্সে (ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট) এবং ৬২ জন পড়ুয়া ভর্তি হয়েছেন B.Sc (Transportation Technology) কোর্সে।
এই প্রকল্পে আগামী পাঁচ বছরের জন্য মোট ৪২১ কোটি টাকা বরাদ্দ করেছে রেলওয়ে মন্ত্রক। বিশ্ববিদ্যালয়ের জন্য ভাদোদরার ওয়াগোদিয়া তালুকায় পিপালিয়ে গ্রামে প্রায় ১১০ একর জমি বাছা হয়ে গিয়েছে। গুজরাট সরকারের পক্ষ থেকে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন ক্যাম্পাসের চূড়ান্ত পরিকল্পনার কাজও চলছে।
Read the full story in English