সামনেই গ্র্যাজুয়েশন পাশ করবেন? কেরিয়ার নিয়ে চিন্তিত? রেগুলার কোর্স করা সম্ভব নয় অথবা সময়ের কথা চিন্তা করছেন, তবে যদি আর্টস নিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকে, রবীন্দ্র ভারতী মুক্ত বিশ্ববিদ্যালয় হতে পারে আপনার অন্যতম পছন্দ।
রবীন্দ্র ভারতী মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ক অথবা ম্যানেজমেন্ট কিছুই পড়ানো হয় না। আর্টস নিয়ে পড়াশোনা করতে চাইলেই এটি আপনার কেরিয়ারে অন্যতম সেরা অপশন হতে পারে। কীভাবে এক্ষেত্রে আবেদন করা যেতে পারে? অবশ্যই এক্ষেত্রে সবার আগে তাঁদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। সেখানেই সবকিছু বিস্তারিত লেখা থাকবে।
ভর্তি হওয়ার জন্য যে বিষয়গুলো মাথায় রাখা দরকার :-
যে বিষয়েই কেউ মাস্টার্স ডিগ্রি পড়তে যাক না কেন, তাকে সেই বিষয়ের ৩০০ নম্বর গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষার আওতায় রাখতে হবে। অর্থাৎ, ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েশন করার পর, কোনও ছাত্র অথবা ছাত্রী যদি মাস্টার্স ডিগ্রিতে বাংলা নিয়ে পড়াশোনা করতে চায়, তবে সেই পড়ুয়াকে গ্র্যাজুয়েশন লেভেলে ৩০০ নম্বর বাংলা পড়তে এবং পরীক্ষা দিতে হবে। চাইলেই, যেকোনও বিষয় নিয়ে পড়াশোনা করা যাবে না।
এত শতাংশ নম্বর পেতেই হবে এমন কোনও বিষয় নেই। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ - অর্থাৎ যে আগে আসবে তাকেই সুযোগ দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত সিট থাকবে ততক্ষণ ভর্তি হওয়া যাবে। স্ক্রুটিনির কোনও ব্যবস্থা নেই।
সারা পশ্চিমবঙ্গ জুড়ে নানান জায়গায় রবীন্দ্র ভারতী মুক্ত বিশ্ববিদ্যালয় এর ব্রাঞ্চ রয়েছে। কেউ যদি নিজের এলাকায় ভর্তি হতে চায় সেই সুবিধাও রয়েছে। সেই এলাকায় যে ব্রাঞ্চ রয়েছে সেখান থেকেই সমস্ত প্রসিডিওর হবে। সল্টলেকের মেইন ক্যাম্পাসে যাওয়ার কোনও দরকার নেই। আর যদি কেউ মেইন ক্যাম্পাসে ভর্তি হতে চায় সেই সুবিধাও রয়েছে।
আরও পড়ুন < উচ্চ-মাধ্যমিক এবং কলেজের পর কেরিয়ার নিয়ে চিন্তিত? IGNOU-হতে পারে মুশকিল আসান >
কবে থেকে শুরু হচ্ছে সেশন?
এখন সর্বত্রই পরীক্ষা চলছে, রবীন্দ্র ভারতী মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম নয়। তবে, গ্র্যাজুয়েশন এর রেজাল্ট বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট না বেরোনো পর্যন্ত সেশন শুরু হচ্ছে না। তারপরেই ওয়েবসাইটে দেওয়া হবে সমস্ত তথ্য। ফি সংক্রান্ত সবকিছুই সেখানে দিয়ে দেওয়া হবে। বাকি, সল্টলেক ক্যাম্পাসে গিয়েও কথা বলার সুযোগ রয়েছে।
সুতরাং, যদি আপনার কেরিয়ারকে অন্যতম ভাল দিকে পরিচালনা করতে চান, রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে যথেষ্ট সাহায্য করতে পারে।