Advertisment

প্রকাশিত হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরীক্ষার ফলাফল

শুক্রবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর প্রকাশিত হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টোমার সাপোর্ট অ্যান্ড সেলস ক্লার্ক মেইন পরীক্ষার ফলাফল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুক্রবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর প্রকাশিত হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টোমার সাপোর্ট অ্যান্ড সেলস ক্লার্ক মেইন পরীক্ষার ফলাফল। ৫ অগাস্ট, ২০১৮-তে যে সমস্ত পরীক্ষার্থীরা এসবিআই-এর এই পরীক্ষায় বসেছিলেন তারা আজ থেকেই দেখতে পারবেন ফলাফল। ৮,৩০১টি পোস্টের (Customer Support and Sales) জন্য পরীক্ষার কথা ঘোষণা করা হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। ২০১৮-র জানুয়ারিতে শুরু হয় অনলাইন রেজিস্ট্রেশন। পরীক্ষাটি শেষ হয় চলতি বছর ১০ ফেব্রুয়ারী।

Advertisment

আরও পড়ুন:  CAT 2018 অনলাইন রেজিস্ট্রেশন চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

কীভাবে দেখবেন SBI Clerk Mains 2018

Step 1: বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in/careers-এ ভিজিট করুন

Step 2: ‘result’ লিঙ্ক-এ ক্লিক করুন

Step 3: পরীক্ষার্থীদের রোল নম্বরের একটি তালিকা পাবেন পিডিএফ ফর্মাটে।

Step 4: পিডিএফ-টি ডাইনলোড করুন, পরে প্রয়োজন হবে।

publive-image রোল নম্বরের তালিকাগুলি এভাবেই ফুটে উঠবে স্ক্রিনে।

ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তিতে এসবিআই (SBI) সতর্ক বার্তা জারি করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য। তারা জানিয়েছে, বেশ কিছু ভুয়ো ওয়েবসাইট স্টেট ব্যাঙ্ক অফ নামে ছবি এবং লোগো ব্যবহার করে জালিয়াতি করছে। পাশাপাশি ভুয়ো রেজাল্টের তালিকা প্রকাশ করে বিব্রত করার চেষ্টা করছে পরীক্ষার্থীদের। এমনকী ভুয়ো ওফার লেটারো ইস্যু করেছে বেশ কিছু সংস্থা। বলার অপেক্ষা রাখে এতে সমস্যায় পরেছেন অনেকেই।  কাজেই এসবিআই (SBI)-এর তরফে জানানো হয়েছে শুধুমাত্র নিম্নলিখিত ওয়েবসাইটেই মিলবে এসবিআই-এর ফলাফল এবং অন্যান্য তথ্য। বিব্রত না হয়ে পরীক্ষার্থীরা নজর রাখুন ওই ওয়েবসাইটেই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অফিসিয়াল ওয়েবসাইটগুলো হল sbi.co.in/careers and bank.sbi.careers।

Education
Advertisment