Advertisment

২১ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল, সুরক্ষাবিধি প্রকাশ কেন্দ্রের

শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যেতে পারবে। তবে স্কুলে যাওয়া ঐচ্ছিক। পড়ুয়ারা প্রয়োজনে শিক্ষকদের পরামর্শ নিতে পারবে।

author-image
IE Bangla Web Desk
New Update
reopening of schools, স্কুল খুলছে

প্রতীকী ছবি।

করোনা পরিস্থিতিতে শেষমেশ খুলছে স্কুলের দরজা। আনলক ৪ পর্যায়ে স্কুল খোলা যে হবে সে ইঙ্গিত আগেই মিলেছিল। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে স্কুল খুলবে। শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যেতে পারবে। তবে স্কুলে যাওয়া ঐচ্ছিক। পড়ুয়ারা প্রয়োজনে শিক্ষকদের পরামর্শ নিতে পারবে। কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় খুলবে স্কুল।

Advertisment

করোনায় সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল খোলা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে, একনজরে জেনে নিন...

* ৬ ফিট দূরত্ববিধি মেনে চলতে হবে।

* মাস্ক পরতে হবে বা মুখ ঢেকে রাখতে হবে।

* পঠনপাঠনের সামগ্রী জীবাণুনাশ করতে হবে।

*শৌচাগার পরিষ্কার রাখতে হবে।

* পঠনপাঠন শুরুর আগে ও শেষ হওয়ার পর ক্লাসরুম, ল্য়াবরেটরিতে জীবাণুনাশ করতে হবে।

*বারবার হাত ধুতে হবে, স্য়ানিটাইজ করতে হবে।

আরও পড়ুন: করোনার পুন:সংক্রমণ শুরু ভারতে

*স্কুলে বায়োমেট্রিকের ব্য়বহার আপাতত বন্ধ রাখা হবে।

*কনটেনমেন্ট জোনে বসবাসকারী পড়ুয়া ও স্কুলের কর্মীদের আসতে বারণ করা হয়েছে।

*এসি ব্য়বহার করা হলে কেন্দ্রের গাইডলাইন মেনে তাপমাত্রা ২৪-৩০ ডিগ্রির মধ্য়েই রাখতে হবে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment