কেন্দ্রীয় সিদ্ধান্তে শিক্ষা বাবদ সমস্ত খরচ ফেরত পাবে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী সত্যপাল সিং বলেছেন, "দেশের সমস্ত বিদ্যালয়ে বই, ইউনিফর্ম এবং পরিবহন খাতে যা খরচ হয়েছে, সরকারের তরফে তা ফেরত দেওয়া হবে পড়ুয়াদের।" তিনি আরও বলেন, ছাত্রীদের প্রতিমাসে ২০০ টাকা করে দেওয়া হবে।

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী সত্যপাল সিং বলেছেন, "দেশের সমস্ত বিদ্যালয়ে বই, ইউনিফর্ম এবং পরিবহন খাতে যা খরচ হয়েছে, সরকারের তরফে তা ফেরত দেওয়া হবে পড়ুয়াদের।" তিনি আরও বলেন, ছাত্রীদের প্রতিমাসে ২০০ টাকা করে দেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
School Student pic Express photo: Shashi Ghosh

বিশেষভাবে সক্ষমদের লেখাপড়ার বাবদ যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এমন নির্দেশ দিয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত বই, স্কুলের ইউনিফর্ম ও যাতায়াতের ভাড়াবাবদ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের যে খরচ হয়েছে, তা পুরোটাই ফেরত (রিইম্বার্সমেন্ট প্রক্রিয়ায়) দেওয়া হবে।

Advertisment

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী সত্যপাল সিং বলেছেন, "দেশের সমস্ত বিদ্যালয়ে বই, ইউনিফর্ম এবং পরিবহন খাতে যা খরচ হয়েছে, সরকারের তরফে তা ফেরত দেওয়া হবে পড়ুয়াদের।" তিনি আরও বলেন, ছাত্রীদের প্রতিমাসে ২০০ টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন: চাপ কমল শৈশবের, কেন্দ্রীয় নির্দেশে হালকা হল স্কুল ব্যাগ

Advertisment

বিশেষভাবে সক্ষম এবং মাইন্ডট্রি-র ন্যাশনাল সেন্টার ফর প্রোমোশন অফ এমপ্লয়মেন্টের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সিং বলেন  "এখনও পর্যন্ত ১২ মিলিয়ন ছাত্রছাত্রী বিশেষভাবে সক্ষম এবং তাদের মধ্যে মাত্র ১ শতাংশ স্কুলে যায়।"

একটি রিপোর্ট অনুযায়ী, ২০১০ সালের হেলেন কেলার অ্যাওয়ার্ডসের একটি অনুষ্ঠানে এসে তিনি বলেছিলেন "বিশেষভাবে সক্ষম মানুষদের সৌজন্য বা সমবেদনার দরকার নেই। বরং, প্রকৃত ক্ষমতায়ন দরকার, যা শিক্ষার মাধ্যমেই আসবে। এটি যে একটি বড় চ্যালেঞ্জ তা নিশ্চিত করতে হবে সবার আগে।'

আরও পড়ুন: আর বছর নষ্ট নয়, ICSE, ISC-তেও সাপ্লি দিতে পারবে পড়ুয়ারা

শুধু তাই নয়  সত্যপাল সিং-এর কথায় “বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সঠিক অধিকার নিশ্চিত করতে হবে। সরকারেরঅন্যান্য পদক্ষেপগুলির মধ্যে এটিকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Read the full story in English

India