শুধু মাধ্যমিকেই নয়, এবার থেকে উচ্চমাধ্যমিকের টেস্টের প্রশ্নপত্র তৈরি করবে স্কুলই। মধ্যশিক্ষা পর্ষদের পরে এ বার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও স্কুলগুলিকে ওই প্রশ্ন তৈরির নির্দেশ দিল। আর কিছুদিনের মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে উচ্চমাধ্যমিক পর্ষদ।
সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান "বাইরের কোনও এজেন্সি নয়, স্কুলেই প্রশ্ন তৈরি হবে, শিক্ষক সংগঠনের মতো কোনও এজেন্সি থেকে প্রশ্নপত্র নিতে পারবে না স্কুলগুলি।" এ বছর প্রায় সাড়ে আট লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকে বসবে, পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে টেস্ট।
আরও পড়ুন: JEE Main 2019: পরীক্ষার আবেদন জমা দেওয়া যাবে আজ থেকেই
গত ৩০ অগাস্ট রাজ্য সরকার বিবৃতি দিয়ে নির্দেশ দেয়, মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও স্কুলের প্রশ্নপত্রেই টেস্ট হবে। এতদিন টেস্টের প্রশ্নপত্র তৈরি ঘিরে কার্যত ব্যবসা চলছিল নিজেদের মধ্যে। কাজেই এবার পুরনো পন্থা বদলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন যে, মূলত আর্থিক অনিয়ম রোধ এবং ছাত্রছাত্রীদের দক্ষতা যাচাই করতেই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাই। প্রসঙ্গত, আগামী বছর অর্থাৎ ২০১৯-এ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৩ মার্চ পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৭ মার্চ। শেষ হয় ১১ এপ্রিল। মাত্র ৫৮ দিনের মধ্যেই চলতি বছরে ফলাফল প্রকাশ করেছে West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)। এ বছর পরীক্ষায় বসেছিলেন ৮,২৬,০২৯ জন পরীক্ষার্থী। সফল পরীক্ষার্থীর সংখ্যা ৬,৬৩,৫১৬।