Advertisment

এসএসসি-র স্টেনোগ্রাফারের পরীক্ষা দিতে চান? জেনে নিন প্রয়োজনীয় কিছু তথ্য

স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি-এর পদের জন্য আজ অর্থাৎ রবিবারই পরবর্তী অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্টাফ সিলেকশন কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

SSC Group C, D Stenographer Recruitment 2018 Notification: স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি-এর পদের জন্য আজ অর্থাৎ রবিবারই পরবর্তী অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্টাফ সিলেকশন কমিশন। এর আগের দেওয়া একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি-এর পদের আবেদন প্রক্রিয়া। আবেদন জমা করতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in -এ ভিজিট করতে হবে আবেদনকারীকে। বোর্ডের তরফে জানানো হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী ২২ অক্টোবর, ২০১৮ পর্যন্ত চলবে।

Advertisment

আরও পড়ুন; শিক্ষার বিকাশের জন্য প্রয়োজন উদ্ভাবনী শক্তি: নরেন্দ্র মোদী

SSC grade C, D stenographer পরীক্ষার জন্য আবেদন করবেন কিভাবে:

– SSC-র জন্য ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যান (ssc.nic.in)

– সাইটে লগ ইন করুন

– সেখানে দেওয়া লিঙ্ক অনুযায়ী অনলাইনে আবেদন করুন

–এরপর নির্দেশ অনুযায়ী আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিন।

– এবার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখুন। পরে প্রয়োজন হবে।

SSC grade C, D stenographer পরীক্ষার যোগ্য়তা :

– পরীক্ষার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এর বেশি বয়সের কোনও পরীক্ষার্থীকে গ্রাহ্য করা হবে। তবে বয়সের সীমা সংরক্ষিত আসন অনুযায়ী পরিবর্তন হতে পারে। .

– যেকোনও পরিচিত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে পরীক্ষার্থীকে।

– প্রার্থীকে নুন্যতম শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে উচ্চমাধ্যমিকের অরিজিনাল মার্কশীট এবং সার্টিফিকেট দেখাতে হবে।

পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে জেনে নিন:

সেপ্টেম্বরে তিনটি ধাপে সংগঠিত হবে কম্পিউটার-বেসড এই পরীক্ষা। প্রথম পার্টে থাকবে ৫০ নম্বরের সাধারণ জ্ঞানের প্রশ্ন। দ্বিতীয় পার্টে থাকবে সচেতনতা বিষয়ক প্রশ্ন। এ ক্ষেত্রেও নম্বর থাকবে ৫০-এর। দ্বিতীয় ধাপে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। এ ক্ষেত্রে থকাবে ইংরাজি ভাষা এবং বোধমূলক প্রশ্ন। সবমিলিয়ে মোট ২ ঘণ্টা সময় পাবেন পরীক্ষার্থীরা।এছাড়াও থাকবে মাল্টিপল চয়েস (MCQs) প্রশ্ন। রয়েছে নেগেটিভ মার্কিং-ও প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে।

SSC সম্পর্কে কয়েকটি কথা
১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন ভারত সরকারের অধীনে একাধিক পদের জন্য কর্মী নিয়োগ করে। SSC-র মূল অফিস রয়েছে দিল্লিতে। এ ছাড়াও শাখা অফিস রয়েছে এলাহাবাদ, মুম্বই, কলকাতা, গুয়াহাটি এবং আরও অন্য়ান্য শহরে।

Education
Advertisment