Advertisment

Teachers' Day 2024: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী, গুরুবারে দেশবাসী প্রণাম জানাবে শিক্ষকদের

Interesting Facts About Dr Sarvepalli Radhakrishnan: রাধাকৃষ্ণন প্রফেসর হগকে 'আমার বিশিষ্ট শিক্ষক' বলে বর্ণনা করেছিলেন। একইসঙ্গে তাঁকে 'ভারতে সবচেয়ে বড় খ্রিস্টান চিন্তাবিদদের একজন' বলেও স্বীকৃতি দিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Dr. Sarvapalli Radhakrishnan, Teachers day, ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন, শিক্ষক দিবস,

Teachers' Day 2024: মহীশূর বিশ্ববিদ্যালয় ছেড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন। (ছবি- টুইটার)

Teachers' Day 2024, Inspirational Quotes on Dr. Sarvepalli Radhakrishnan: বিশ্বজুড়ে ৫ অক্টোবর শিক্ষক দিবস পালিত হলেও, ভারতে ১৯৬২ সাল থেকে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। ৫ অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় কারণ, ইউনেস্কো আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত সুপারিশকে স্মরণ করে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেছে। তারপরও ভারতে অন্যদিনে শিক্ষক দিবস পালিত হয় কারণ, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ সেপ্টেম্বর। ড. রাধাকৃষ্ণন পণ্ডিত, দার্শনিক ছিলেন। তিনি ভারতরত্ন পেয়েছিলেন। তাঁর জন্ম হয়েছিল ১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর। চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ, মহীশূর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন।

Advertisment

কী শিখিয়ে গিয়েছেন রাধাকৃষ্ণন? 

তিনি বলেছেন, 'বেদান্ত আমাদের মানবিক মর্যাদাকে সম্মান দিতে চায়। মানুষকে মানুষ হিসাবে স্বীকৃতি দিতে চায়। বেদান্ত ব্যবস্থাকে অনৈতিক বলে মনে করা বর্তমান সময়ের দার্শনিক ফ্যাশনে পরিণত হয়েছে।' তিনি বলেছেন, 'খ্রিস্টান সমালোচকদের চ্যালেঞ্জ আমাকে হিন্দুধর্ম অধ্যয়ন করতে এবং এতে কী জীবিত এবং কী মৃত, তা খুঁজে বের করতে অনুপ্রাণিত করেছে। একজন হিন্দু হিসেবে আমি গর্বিত। স্বামী বিবেকানন্দের উদ্যোগ এবং বাগ্মিতার দ্বারা জাগ্রত। হিন্দু ধর্মের প্রতি খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠানের আচরণে আমি গভীরভাবে আঘাত পেয়েছি।' তিনি ঈশ্বরের দেখা পাওয়াকে, 'ভারতীয় চেতনার প্রকৃত প্রকাশ' বলে বিশ্বাস করতেন।  

আরও পড়ুন- নির্যাতিতার হয়ে ন্যায়বিচারের দাবিতে ফের রাত দখল প্রতিবাদীদের, পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ পরিবারের

জীবনের বড় সাফল্যগুলো
১৯৩৬ সালে রাধাকৃষ্ণানকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইস্টার্ন রিলিজিয়ন অ্যান্ড এথিক্সের স্প্যাল্ডিং প্রফেসর মনোনীত করা হয়। তিনি অল সোলস কলেজের ফেলো নির্বাচিত হন। ১৯৩৬ এবং ১৯৩৭ সালে, পরপর দু'বার তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। রাধাকৃষ্ণন ইউনেস্কোতে ১৯৪৬-৫২ পর্যন্ত ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৪৯ থেকে ১৯৫২ সাল পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন। ভারতের গণপরিষদেও নির্বাচিত হয়েছিলেন। ১৯৫২ সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। আর ১৯৬২-১৯৬৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

Dr Sarvapalli Radhakrishnan Education Teachers Day Vice President
Advertisment