বি-এড পরীক্ষা দেবেন, তাই কি অ্যাডমিট কার্ড বানালেন অমিতাভ বচ্চন? অন্তত এমনটাই বলছে অ্যাডমিট কার্ড। উত্তর প্রদেশের ফইজাবাদের ডঃ রাম মনোহর লোহিয়া অবধ ইউনিভার্সিটির ঘটনা। বি এড পরীক্ষার জন্য আসা অ্যাডমিট কার্ডে ছাত্র অমিত দ্বিবেদির নাম ঠিক থাকলেও, ছবির জায়গায় রয়েছে বিগ-বির ছবি। অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেই। দেখা যাচ্ছে, অ্যাডমিট কার্ডে ছাত্রের নাম ঠিক থাকলেও তাঁর ছবির বদলে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ছবি দিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Amitabh Bachchan’s KBC 10: এবার নতুন কি অমিতাভ বচ্চনের এই শোয়ে?
এ প্রসঙ্গে সংবাদ সংস্থাকে ওই ছাত্র জানান, ''দ্বিতীয় বর্ষের পরীক্ষার জন্য সমস্ত সঠিক তথ্য দিয়েই আমি অ্যাডমিট কার্ডের ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু হাতে অ্যাডমিট কার্ড এলে দেখা যায় আমার ছবির জায়গায় অভিতাভ বচ্চনের ছবি। এরপর আমি অতিরিক্ত কাগজপত্র দেওয়ার পরই পরীক্ষায় বসতে পেরেছি। এখন চিন্তা, আমার রেজাল্টে আমরা ছবির বদলে অমিতাভ বচ্চনের ছবি এসে যেতে পারে!''
স্বাভাবিকভাবেই এই ঘটনার দায় পুরোপুরিভাবে নিতে নারাজ কলেজ কর্তৃপক্ষ। তাঁদের কথায়, পরীক্ষার্থীরা সাইবার ক্যাফে থেকে ফর্ম ভরেন, সেখানেই কোনও ভুল হয়ে থাকবে। ওই বিশ্ববিদ্যালয়ের আধিকারিক গুরপেন্দ্র মিশ্র জানিয়েছেন, ''অমিত আমাদের কলেজের একজন নিয়মিত ছাত্র, সেই হিসাবেই সে ফর্ম ভরেছিল। হয়তো যে ক্যাফে থেকে সে ফর্ম ফিল আপ করেছিল, সেখানেই কোনও ভুল হয়ে থাকবে। তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনরকম ভুল হওয়ার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।''
তিনি আরও জানিয়েছেন, ''ছাত্রটি পরীক্ষা দিচ্ছে যে কেন্দ্র থেকে, আমরা সেখানকার প্রিন্সিপালকে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছি, তাই অমিতের পরীক্ষায় বসা নিয়ে কোনও রকম সমস্যা হবে না। পাশাপাশি রেজাল্টেও যাতে কোনওরকম সমস্যা না থাকে সেটাও দেখা হবে। ''