Advertisment

WB Police SI Result 2018: পরীক্ষার ফলাফল প্রকাশ করল রাজ্য পুলিশ

West Bengal, WB Police SI Prelims Result 2018: সাব ইনস্পেক্টর এবং মহিলা সাব ইনস্পেক্টর পদের জন্য প্রারম্ভিক লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করল রাজ্য পুলিশ। পরীক্ষার্থীরা আজ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন পরীক্ষার ফলাফল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

 WB Police SI  Result 2018: সাব ইনস্পেক্টর এবং মহিলা সাব ইনস্পেক্টর পদের জন্য প্রারম্ভিক লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করল রাজ্য পুলিশ। যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা আজ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন পরীক্ষার ফলাফল। ভিজিট করুন policewb.gov.in-এ।

Advertisment

WB SI Result, How to check West Bengal Police SI Prelims Result 2018 

প্রয়োজনীয় কিছু তথ্য
আবেদনের বয়স সীমা- ২০ থেকে ২৭
শিক্ষাগত যোগ্যতা- যে কোনও বিষয়ে অন্ততপক্ষে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে পরীক্ষার্থীকে।
ভাষা- বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে।

আরও পড়ুন: আজ নয়, কয়েকদিন পরই প্রকাশিত হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফলাফল

publive-image ওয়েবসাইটের হোম পেজ

জেনে নিন কিভাবে দেখবেন ওয়েস্টবেঙ্গল পুলিশ এস আই (West Bengal Police SI) ২০১৮-র ফলাফল।

Step 1: অফিসিয়াল ওয়েবসাইটে policewb.gov.in-এ
Step 2: ওয়েবসাইটের হোমপেজে ‘West Bengal Police recruitment SI result' লিঙ্কে ক্লিক করুন
Step 3: নতুন একটা উইন্ড খুলে আপনার অ্যাপ্লিকেশন নম্বর, জন্মের তারিখ এবং জেলার নাম দিন।
Step 4: স্ক্রীনে রেজাল্ট দেখাবে।
Step 5: রেজাল্টটি ডাউনলোড করুন এবং পরবর্তী সময়ে দরকারের জন্য রেজাল্টের একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।

PMT অর্থাৎ ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট এবং  PET অর্থাৎ ফিজিকাল এফিসিয়েন্সি টেস্ট হতে পারে ১৫ নভেম্বর, ২০১৮-তে। পরীক্ষাগুলির ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ৫ নভেম্বর থেকে। PET-এর সমস্ত এসএমএস এলার্ট পেতে মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে। অন্যান্য তথ্যের জন্য ভিজিট করুন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট policewb.gov.in তে।

Read the full story in English.

police
Advertisment