মাধ্যমিকে দ্বিতীয় শুভম পাল। প্রাপ্ত নম্বর, ৬৯৫। এবারে তাঁর রেজাল্ট আকাশছোঁয়া, খবর পেতেই বাড়িতে উৎসবের আমেজ। যেন নিজেই বিশ্বাস করতে পারছেন না শুভম।
বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র শুভম। ঘটনায় আনন্দে আত্মহারা সে এবং তাঁর পরিবার। বললেন, ভীষণ ভাল লাগছে। এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। এতটা ভাল ফল হবে আশা করতে পারিনি। নিয়ম করে পড়াশোনা করতেন, কিন্তু টেস্টে যে নম্বর পেয়েছিলেন তাতে একটু ভেঙেই পড়েছিলেন শুভম।https://bengali.indianexpress.com/education/wb-second-rank-holder-shubham-paul-shared-his-thoughts-on-ranking-605802/
আরও পড়ুন < WBBSE 10th Result 2023 Declared: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, বড় হয়ে কী হতে চায় কৃতি ছাত্রী? >
প্রতিটা বিষয়ে একজন করেই শিক্ষক ছিল শুভমের। তবে, কৃতিত্ব দিলেন তাঁর মা কে। বললেন, সারাদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করতেন না। যখন ইচ্ছে হত তখনই পড়তেন। বাঁধাধরা ছিল না কিছুই। প্রতিটা লাইন খুঁটিয়ে পড়লেই সাফল্য জানিয়েছেন শুভম।
উল্লেখ্য, এবছর মাধ্যমিকে যুগ্ম দ্বিতীয় হয়েছেন শুভম। বাড়িতে এখন উৎসব। হাজির হয়েছেন পাড়া প্রতিবেশীরা। ছোট থেকেই পড়াশোনা ছাড়া গান, আবৃত্তিতে বেশ ঝোঁক রয়েছে তাঁর। মা পড়িয়েছেন বাংলা। সামনের দিনে বড় কোনও পদক্ষেপ নিতে চান তিনি।