উচ্চমাধ্যমিকের পর এবার মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণও ঘোষণা হয়ে গেল। আগামী ২০ জুলাই মঙ্গলবার সকাল নটায় আনুষ্ঠানিক ভাবে এবছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়েছে, এবছর কোনও মেধাতালিকা প্রকাশ হবে না।
করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আগে দেওয়া হয়নি পরীক্ষার্থীদের। মার্কশিটের সঙ্গে সেই অ্যাডমিট কার্ড তাদের দেওয়া হবে। সকাল দশটা থেকে মাধ্যমিকের ফল দেখা যাবে পর্ষদের ওয়েবসাইটে। এবছর মাধ্য়মিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষের কিছু বেশি।
অ্যাডমিট কার্ড না থাকায় রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইটে ফল দেখতে পারবে পড়ুয়ারা। রাজ্যের কোভিড পরিস্থিতির কাথ মাথায় রেখে এবছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুদিন পর প্রথমে উচ্চমাধ্যমিক এবং তারপর মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা হল।
আরও পড়ুন ২২ জুলাই বেলায় উচ্চ মাধ্যমিকের ফল! ২৩ জুলাই থেকে মিলবে মার্কশিট
কীভাবে এবারের মাধ্যমিকের মূল্যায়ণ?
পর্ষদ জানিয়েছে, নবম শ্রেণির মার্কশিট এবং দশমের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হবে। ৫০-৫০ শতাংশ হারে মার্কশিটে মূল্যায়ণ হবে। দুটোকেই সমান গুরুত্ব দিয়ে মার্কশিট প্রদান করা হবে। যদি এই মূল্যায়ণ পছন্দ না হয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বসা যাবে পরীক্ষায়। পরীক্ষা দেওয়ার পর সেই রেজাল্টই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন