Advertisment

উনিশের মাধ্যমিকের সাত চমকপ্রদ ঘটনা

মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাসে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা কতটা আলাদা ও চমকপ্রদ তথ্যের নিরিখে জেনে নেওয়া যাক তার সাতটি কারণ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

West Bengal Madhyamik Result 2019, West Bengal Class 10th Result 2019 ছবি : শশী ঘোষ

নির্বাচনী মাসে ভোট গণনার দুদিন আগে প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই সপ্তাহটা যেন ফলাফলের সপ্তাহ। একদিকে মঙ্গলবার প্রকাশিত হল জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল, অন্যদিকে আগামী বৃহস্পতিবার প্রকাশিত হবে গত পাঁচ বছরের গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল।

Advertisment

পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ করল পর্ষদ। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০৬৫,২৫৬ জন। সাফল্যের নিরিখে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। এতো শুধু তথ্যের  কচকচানি। মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাসে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা কতটা আলাদা ও চমকপ্রদ তথ্যের নিরিখে জেনে নেওয়া যাক তার সাতটি কারণ।

আরও পড়ুন: West Bengal Madhyamik Result 2019 Live Updates: মাধ্যমিকে কলকাতায় প্রথম সোহম দাস

১) প্রথমত পাশের হারে ইতিহাস। এবছর পাশের হার ৮৬.০৭ শতাংশ। যা বিগত বছরগুলির তুলনায় সর্বোচ্চ। পূর্ব মেদিনীপুরে পাশের হার সর্বাধিক। ৯৬.১০ শতাংশ।

২) এবছর নজর কেড়েছে মেয়েদের পাশের হার। মেয়েদের পাশের সংখ্যা ৫,৯১,১৭৯। মধ্যশিক্ষা পর্ষদের প্রধান কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, এবারের ফলাফলে একটি ইতিবাচক দিক উঠে এসেছে, শুধু যে স্কুলে ভর্তি করা হচ্ছে মেয়েদের এমনটা নয়, মাধ্যমিক স্তরও পার করছে তারা। পাশপাশি বেড়েছে মুসলিম মেয়েদের পাশের হার। এবছর মাধ্যমিকে মুসলিম ছেলেদের পাশের সংখ্যা ৯৯৯৯৬ , সেখানে পাশ করা মুসলিম মেয়েদের সংখ্যা ১৭১৬৭৯।

৩) প্রত্যেকবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিন জানিয়ে দেওয়া হয় পরের বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন। এবছর তা ঘোষণা করল না পর্ষদ। কল্যাণবাবুকে প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের ১০ মে রেজাল্ট তৈরি হয়ে গিয়েছিল। লোকসভা ভোটের কারণে যেহুতু সমস্ত স্কুল ছুটি রয়েছে সেকারণে স্কুলের শিক্ষকদের সঙ্গে বৈঠক করা সম্ভব হয়নি। ভোটগণনা মিটলে, পরবর্তী পরীক্ষার দিন নির্ধারিত করতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন, ‘একদম কম নম্বর পেলে কলা বিভাগেই পড়তে হবে, এই চিরাচরিত ধারাটা থেকে বেরিয়ে আসতে হবে’

৪) মাধ্যমিকে কলকাতায় প্রথম হয়েছে যাদবপুর বিদ্যাপীঠের ছাত্র সোহম দাস। তার প্রাপ্ত নম্বর ৬৮১। সোহম মাধ্যমিকে পরীক্ষায় এবার দশম হয়েছে। পাশের হারে কলকাতা দ্বিতীয় হলেও মেধা তালিকায় নেই কলকাতা তাবড় তাবড় স্কুলের নাম। এবিষয়ে এটি গবেষণার বিষয় হতে পারে বলে মন্তব্য কল্যাণের। ৫১ জনের মেধাতালিকার মধ্যে কলকাতার মাত্র ১ জনের নাম রয়েছে এ বছর।

৫) তফশিলি জাতি ও উপজাতির পাশের হার বেড়েছে। এবছরের ফলাফলের আরেকটি ইতিবাচক দিক- পিছিয়ে পড়া জাতির পড়ুয়ারা এখন ঢুকে পড়েছে মূল স্রোতে।

৬) পশ্চিমবঙ্গে বিজ্ঞান বিভাগ নিয়ে মাতামাতি থাকলেও, এবছর মাধ্যমিকে কলকাতা সহ গোটা রাজ্যের পড়ুয়ারা ভূগোলে অধিক নম্বর পেয়েছে, সবচেয়ে কম নম্বর বাংলায়।

৭) ২০১৯ এর মাধ্যমিক কলঙ্কিত ৷ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে সবচেয়ে নিন্দনীয় ঘটনা ঘটেছে এবার ৷ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছিল, সম্পূর্ণ নিষেধাজ্ঞা ছিল মোবাইল ফোনের, জারি করা হয়েছিল একাধিক নিয়ম কানুন। কিন্তু সেই নিয়মকানুনে বুড়ো আহুল দেখিয়ে পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে৷ যার জেরে বিধাননগর সাইবার থানার পুলিশ এবং পরে সিআইডি তদন্তে নেমেছিল৷ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে তদন্তও শুরু হয় ৷ ফলাফল প্রকাশের সময় কল্যানবাবু জানান ১৩৬ টি ঘটনা ঘটে, যার মধ্যে ৭৩ জন পড়ুয়ার কাছ থেকে মোবাইল পাওয়া গিয়েছিল ৷ তাদের পরীক্ষা বাতিল করা হয়। অবশ্য পরের বছর তারা পরীক্ষা দিতে পারবে।

madhyamik exam
Advertisment