Advertisment

WBCHSE results 12th 2023 Declared: ২০২৪-এ কবে থেকে শুরু উচ্চমাধ্যমিক, বিরাট আপডেট দিল শিক্ষা সংসদ

WBCHSE WB HS Result 2022 Declared: পরীক্ষার সময়সূচীতে বিরাট পরিবর্তন!

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal HS Result 2023 | WB HS Result 2023 Out | WBCHSE HS Result 2023

পশ্চিমবঙ্গ ক্লাস 12 তম ফলাফল 2023 ঘোষণা করা হয়েছে

West Bengal Class 12th Result 2023 Declared: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবছর মেরিট লিস্ট অনুযায়ী প্রথম দশে রয়েছেন ৮৭ জন। এবছর ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে সামনের বছর কবে শুরু হবে পরীক্ষা।

Advertisment

রয়েছে বড়সড় বদল। কী বদল এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ? আজ ফল ঘোষণার সময় জানিয়ে দেওয়া হয়, আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ই ফেব্রুয়ারি থেকে। শেষ হবে, ২৯ শে ফেব্রুয়ারি। নির্দিষ্ট সময়ের তুলনায় আগেই শুরু হচ্ছে পরীক্ষা। তবে, বেশ বদল আনা হয়েছে এবারের ক্ষেত্রে।

প্রতিবছর, পরীক্ষা শুরু হয় বেলা ১০টায়! সেখানে সামনের বছর শুরু হবে...বেলা ১২টা থেকে। পরীক্ষা শেষ হবে ৩.১৫টেয়। বিস্তারিত পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এবছর, পরীক্ষা দিয়েছে প্রায় সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী। সেখানে পাশের হারে এগিয়ে রয়েছে ছেলেরা।

আরও পড়ুন WBCHSE WB HS Result 2023 Live: ৪৯৬ নম্বর পেয়ে প্রথম শুভ্রাংশু সর্দার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র

উল্লেখ্য, ৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ করল সংসদ। প্রথম হয়েছেন, শুভ্রাংশু সর্দার। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। হুগলি থেকে সবথেকে বেশি, ১৮ জন রয়েছেন মেধাতালিকায়। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর।

HS result Education
Advertisment