West Bengal Class 12th Result 2023 Declared: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবছর মেরিট লিস্ট অনুযায়ী প্রথম দশে রয়েছেন ৮৭ জন। এবছর ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে সামনের বছর কবে শুরু হবে পরীক্ষা।
রয়েছে বড়সড় বদল। কী বদল এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ? আজ ফল ঘোষণার সময় জানিয়ে দেওয়া হয়, আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ই ফেব্রুয়ারি থেকে। শেষ হবে, ২৯ শে ফেব্রুয়ারি। নির্দিষ্ট সময়ের তুলনায় আগেই শুরু হচ্ছে পরীক্ষা। তবে, বেশ বদল আনা হয়েছে এবারের ক্ষেত্রে।
প্রতিবছর, পরীক্ষা শুরু হয় বেলা ১০টায়! সেখানে সামনের বছর শুরু হবে…বেলা ১২টা থেকে। পরীক্ষা শেষ হবে ৩.১৫টেয়। বিস্তারিত পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এবছর, পরীক্ষা দিয়েছে প্রায় সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী। সেখানে পাশের হারে এগিয়ে রয়েছে ছেলেরা।
উল্লেখ্য, ৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ করল সংসদ। প্রথম হয়েছেন, শুভ্রাংশু সর্দার। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। হুগলি থেকে সবথেকে বেশি, ১৮ জন রয়েছেন মেধাতালিকায়। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর।