জয়েন্টে প্রথম দুর্গাপুর, একনজরে মেধা তালিকা

উল্লেখ্য, এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকায় প্রথম দশে স্থান পায়নি মেয়েরা। পরীক্ষার ২৪ দিনের মাথায় হয়েছে ফলপ্রকাশ৷

উল্লেখ্য, এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকায় প্রথম দশে স্থান পায়নি মেয়েরা। পরীক্ষার ২৪ দিনের মাথায় হয়েছে ফলপ্রকাশ৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

How to Check WBJEE Result 2019, Steps to Check WBJEE Result 2019 Express Photo by Deepak Joshi.

বৃহস্পতিবার প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। এদিন সাংবাদিক সম্মেলনে দশ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়। দুপুর একটার সময় রাজ্যের জয়েন্ট বোর্ডের দফতর থেকে সভাপতি মলয়েন্দু সাহা কৃতী ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করেন।

একনজরে জেনে নিন, এ বছর জয়েন্ট এন্ট্রান্স মেধা তালিকায় কারা রয়েছে…

প্রথম: সোহম মিস্ত্রি, হেমশীলা মডেল স্কুল, দুর্গাপুর

দ্বিতীয়: তমোজিৎ ব্যানার্জি, সাউথ পয়েন্ট, কলকাতা

তৃতীয়: কৌস্তুভ সেন, হেমশীলা মডেল স্কুল, দুর্গাপুর

চতুর্থ: অঙ্গীকার ঘোষাল, সাউথ পয়েন্ট, কলকাতা

পঞ্চম: অর্ক দাস, সারদা বিদ্যাপীঠ, সোনারপুর

ষষ্ঠ: স্নেহিং সেন, দিল্লী পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা

সপ্তম: বিনীত রাজ, বার্নপুর রিভার সাইড স্কুল, চিত্তরঞ্জন

অষ্টম: ঋষভ আগরওয়াল, পূর্বাচল বিদ্যামন্দির, সল্টলেক

নবম: অভিনব দত্ত, সুধীর মেমোরিয়াল ইন্সটিটিউশন, কলকাতা

দশম: শুভজ্যোতি ঘোষ, হেমশীলা মডেল স্কুল, দুর্গাপুর

Advertisment

আরও পড়ুন: Result Live: জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকায় নেই কোনো মেয়ের নাম

উল্লেখ্য, এবছর জয়েন্টের মেধা তালিকায় স্থান পায়নি মেয়েরা। পরীক্ষার ২৪ দিনের মাথায় হয়েছে ফলপ্রকাশ৷ দুপুর দুটোর পর থেকেই জয়েন্টের রেজাল্ট দেখা যাচ্ছে www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in ওয়েবসাইটে ৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি লেখেন, "এবছর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের আমার অনেক অভিনন্দন। তোমাদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানাই। তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক।"

Joint Entrance Exam