ভুল প্রশ্নপত্রের জেরে বাতিল WBCS মেইনসের উর্দু পরীক্ষা, ফের নেওয়া হবে ১ সেপ্টেম্বর

১ সেপ্টেম্বর WBCS পরীক্ষা কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উর্দুর প্রথম পত্র ও দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

১ সেপ্টেম্বর WBCS পরীক্ষা কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উর্দুর প্রথম পত্র ও দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
wbcs-759

আগামী ১ সেপ্টেম্বর হবে WBCS উর্দূ পরীক্ষা।

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশনের (ডব্লিউবিসিএস) মেইনস পরীক্ষায় প্রশ্ন নিয়ে বিভ্রাট। সোমবার ডব্লিউবিসিএস মেন পরীক্ষার ঐচ্ছিক বিষয় উর্দু পরীক্ষা ছিল। এদিন প্রশ্নপত্র হাতে পেতেই তৈরি হয় সমস্যা। ছাত্রছাত্রীরা অভিযোগ জানান, গত বছরের প্রশ্নপত্রই ফের দেওয়া হয়েছে। উল্টোডাঙ্গার একটি পরীক্ষা কেন্দ্রে প্রথম অভিযোগ জানান এক পরীক্ষার্থী। তৎক্ষণাৎ অভিযোগ জানানো হয় পিএসসি-র চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্তকে। বিষয়টির সত্যতা যাচাই করতে দুটি পরীক্ষা কেন্দ্রে যান কমিশনের চেয়ারম্যান ও জয়েন্ট সেক্রেটারি এস পি মিশ্র। তদন্তের পর দেখা যায়, পরীক্ষার্থীদের অভিযোগ সঠিক। ১০০ শতাংশ প্রশ্নই আগের বছরেরই। এ বিষয়ে এক কর্মকর্তা বলেন "প্রথম অর্ধের পরীক্ষাটি ভালভাবেই সম্পন্ন হয়, তবে সমস্যা দেখা দেয় দ্বিতীয়ার্ধে।" ঘটনাটির তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Advertisment

তাবাসুম খাতুন নামে এক পরীক্ষার্থীর কথায়, "দ্বিতীয়ার্ধের উর্দুর প্রশ্নপত্রটি হবহু আগের বছরের নকল ছিল। আসলে পড়ার সময় আমি গত ১০ বছরের প্রশ্নপত্র তৈরি করে পড়েছি, তাই প্রশ্নপত্র পাওয়া মাত্রই আমার খটকা লাগে।" বর্ধমানের এক পরীক্ষার্থী হামিদ জানান, "পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে আরও ১০ দিন কলকাতায় থাকা আমার পক্ষে খুবই ব্যয়বহুল। পাশাপাশি পরবর্তী প্রশ্নপত্র আরও কঠিন হতে পারে এই আশঙ্কায় আমি অনেকটাই চিন্তিত।"

আরও পড়ুন: UGC NEET Exam: ইউজিসি নীট পরীক্ষার সিদ্ধান্ত বদলের সম্ভাবনা, অফলাইনেই হবে পরীক্ষা

Advertisment

কলকাতা সহ রাজ্যে বেশ কিছু জেলায় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের (WBCS) প্রিলিমিনারি পরীক্ষা হয় চলতি বছরের ২৮ জানুয়ারি। ১৭ অগাস্ট থেকে শুরু হয় পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশনের (ডব্লিউবিসিএস) মেইনস পরীক্ষা। এ বছর ৪,২১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। আগের বছরের প্রশ্ন পত্রের পুনরাবৃত্তি হয়েছে একথা জানাজানি হতেই নবান্নে ডেকে পাঠানো হয় এস পি মিশ্রকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে সরকারি মহলে। অনেকেরই দাবি, উচ্চস্তরের কর্তাদের চূড়ান্ত গাফিলতিতেই এমন ভুল হয়েছে।

এদিন পরীক্ষাটি সাময়িক বাতিল বলে ঘোষণা করা হয়। পরীক্ষা ফের ১ সেপ্টেম্বর হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাকেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উর্দুর প্রথম পত্র ও দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

Education