Advertisment

অষ্টম শ্রেণি পর্যন্ত সকলে পাশ, করোনায় বেনজির সিদ্ধান্ত মমতা সরকারের

প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্য়ের সকল পড়ুয়াকে উত্তীর্ণ করা হবে। কাউকেই আটকে রাখা যাবে না। বৃহস্পতিবার এমন কথাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস, করোনা আপডেট, করোনা, করোনা আতঙ্ক, mamata banerjee, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মারণ ভাইরাস, করোনা, coronavirus latest update, অষ্টম শ্রেণি পর্যন্ত সকলে পাশ, শিক্ষা দফতর, coronavirus news, coronavirus west bengal, bengal lockdown, পশ্চিমবঙ্গে লকডাউন, কলকাতা লকডাউন, coronavirus bengal, করোনা কলকাতা, করোনাভাইরাস বাংলা, coronavirus kolkata, করোনা কলকাতা, coronavirus west bengal

প্রতীকী ছবি।

করোনা পরিস্থিতিতে সিবিএসই-র পথে হাঁটল রাজ্য় শিক্ষা দফতর। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্য়ের সকল পড়ুয়াকে উত্তীর্ণ করা হবে। কাউকেই আটকে রাখা যাবে না। বৃহস্পতিবার এমন কথাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। উল্লেখ্য়, অষ্টম শ্রেণি পর্যন্ত সকল পড়ুয়াকে উত্তীর্ণ করার সিদ্ধান্তের কথা বুধবার ঘোষণা করেছে সিবিএসই।

Advertisment

এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় জানান, ''রাজ্য় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নির্দেশে শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে, এবার প্রথম থেকে অষ্টম শ্রেমি পর্যন্ত সকলকে উত্তীর্ণ করা হবে। কাউকে আটকে রাখা হবে না''।

আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে, সিবিএসই বোর্ডের প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা সকলে উত্তীর্ণ

শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, ''নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে শিক্ষা দফতর নতুন কর্মসূচি ঘোষণা করার চেষ্টা করছে, যাতে প্রযুক্তির মাধ্য়মে পড়াশোনা অব্য়াহত রাখা হয়। ই-মেল, ওয়েবসাইট, দূরদর্শনের মাধ্য়মে যাতে করা যায়''।

আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে ফের বদলাতে পারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন

উল্লেখ্য়, করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে বুধবারই মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানান, “কোভিড ১৯-এর কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমি সিবিএসই-র প্রথম-অষ্টম শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণী / গ্রেডে উত্তীর্ণ করার পরামর্শ দিয়েছি''।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment