Advertisment

West Bengal HS Exam 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আগে পড়ুন এখবর! এবার থেকে পরীক্ষার হলে নয়া নিয়ম

West Bengal Higher Secondary Exam 2025 Rules: বৃহস্পতিবার দুপুরে মালদায় এসে সাংবাদিকদের এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

author-image
Madhumita Dey
আপডেট করা হয়েছে
New Update
hs exam, উচ্চমাধ্যমিক

West Bengal HS Exam 2025: ২০২৫ সালে ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

West Bengal Higher Secondary Exam 2025: উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে একাধিক উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিগত দিনে যেখানে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপার ভাইজারের ঘরে খোলা হত। কিন্তু এবার থেকে সেই প্রশ্নপত্র একেবারে পরীক্ষা শুরুর মুহূর্তে পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের সামনে খোলা হবে। 

Advertisment

সেই সঙ্গে প্রত্যেকটি ভেনুতে থাকছে মেটাল ডিরেক্টরের ব্যবস্থা। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রুখতে বারকোড, সিরিয়াল নম্বর, কিউআর কোড-সহ একাধিক উন্নতমানের সিকিউরিটি ফিচার যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মালদায় এসে সাংবাদিকদের এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 

এদিন মালদা টাউন হলে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা জেলা শিক্ষা দফতরের কর্মী আধিকারিকদের উপস্থিতিতেই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানান ব্যবস্থার কথা বলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

আরও পড়ুন লাইভ স্ট্রিমিং থেকে মেটাল ডিরেক্টর! ডাক্তারি পরীক্ষায় অনিয়ম রুখতে বেনজির পদক্ষেপ

জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত। সুষ্ঠুভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে এদিন মালদা টাউন হলে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় এই প্রস্তুতি সভা থেকে।

WBCHSE West Bengal HS Exam west bengal latest news higher secondary examination West Bengal News
Advertisment