Advertisment

Medical College Examinations: লাইভ স্ট্রিমিং থেকে মেটাল ডিরেক্টর! ডাক্তারি পরীক্ষায় অনিয়ম রুখতে বেনজির পদক্ষেপ

Medical College Examinations: স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে, এবারের ডাক্তারি স্নাতকোত্তর পরীক্ষায় থাকছে এলাহি ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে নেওয়া হবে পরীক্ষা ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
west bengal medical Exam

Medical College Examinations: স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে এবারের ডাক্তারি স্নাতকোত্তর পরীক্ষায় থাকছে এলাহি ব্যবস্থা।সিসিটিভি ক্যামেরার নজরদারিতে নেওয়া হবে পরীক্ষা ।  

Advertisment

২ ডিসেম্বর সোমবার থেকে রাজ্যে শুরু ডাক্তারি পরীক্ষা। এই পরীক্ষায় ৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এমডি, এমএস পরীক্ষা সম্পূর্ণ ক্যামেরার মনিটরিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জারি করা হয়েছে নির্দেশিকা। উত্তরপত্রে থাকছে বিশেষ কোড-ডিকোড পদ্ধতি। পাশাপাশি পরীক্ষার হলে কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা  বিশ্ববিদ্যালয় এবিষয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে।

সোমবার থেকে কড়া নিরাপত্তায়  রাজ্যে শুরু ডাক্তারি পরীক্ষা। ডাক্তারি পরীক্ষা নিয়ে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে অনিয়মের অভিযোগ সামনে আসে। সেই প্রেক্ষিতেই এবার বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। 

পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে পরীক্ষা হলে প্রবেশের মুখেই বসানো হয়েছে মেটাল ডিরেক্টর। সিসিটিভি  ক্যামেরার মাধ্যমে লাইভ স্ট্রিমিং পরীক্ষা শুরুর ২৪ ঘন্টা আগেই শুরু হয়েছে। পরীক্ষার পর বায়োমেট্রিক লক সমেত ট্রাঙ্কে এক্সাম শিট পোস্টাল ডিপার্টমেন্টে পাঠানো হবে। সেই সঙ্গে পরীক্ষকদের বিশ্ববিদ্যালয়েই বসে খাতা দেখতে  হবে।  

offline exam Education exam guidelines medical college
Advertisment