উচ্চমাধ্যমিকে নয়া বিধি। বদল ঘটতে চলেছে বারো ক্লাসের প্রশ্নপত্রের কাঠামোয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বুধবার জানান হয় যে ২০২০ সালেই নয়া প্রশ্নপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা। এতদিন প্রশ্ন ও উত্তরপত্র পৃথক হত, কিন্তু এবার থেকেই প্রশ্নপত্রের মধ্যেই লিখতে হবে উত্তর। মূলত এটিই বদল। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেনজির প্রশ্নফাঁসে মুখ পুড়েছিল মধ্যশিক্ষা পর্ষদের। প্রায় প্রতিটি পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়েছিল সারা রাজ্যে। এই ঘটনার থেকেই শিক্ষা নিয়েই প্রশ্নপত্রের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সংসদ। নয়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রশ্নপত্রের মধ্যে উত্তর লিখতে হবে। অর্থাৎ এটি আর কেবল প্রশ্নপত্র থাকছে না, একইসঙ্গে প্রশ্ন ও উত্তরপত্র হয়ে যাচ্ছে। কিন্তু বেঁধে দেওয়া জায়গায় উত্তর সম্পূর্ণ না হলে কী হবে? সংসদের তরফ থেকে জানানো হয়েছে অতিরিক্ত পাতা নেওয়া যাবে। তবে প্রতিটি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে শব্দ সংখ্যা বেঁধে দেওয়া হবে। ফলে নির্দিষ্ট জায়গার মধ্যে উত্তর লিখবে পরীক্ষার্থীরা এমনটাই মনে করছে সংসদ। নয়া এই সিদ্ধান্ত বলবৎ হওয়ার পর দীর্ঘদিনের পরীক্ষা শেষে প্রশ্ন বাড়ি নিয়ে যাওয়ার দীর্ঘকালের রীতি ইতি হবে। নয়া এই ব্যবস্থায় উত্তরপত্র ছিঁড়ে যাওয়ার সমস্যা আর থাকবে না বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: এবার ফল প্রকাশের পর উচ্চমাধ্যমিকের উত্তরপত্র দেখতে পারবে পরীক্ষার্থীরা
২০১৯ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনই এই বদলের ইঙ্গিত দিয়েছিলেন সংসদের সভাপতি মহুয়া দাস। এদিন পৃথক প্রশ্ন ও উত্তর পরিবর্তে সংযুক্ত প্রশ্ন ও উত্তরপত্র চালু করার সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
উল্লেখ্য, এবছর থেকেই প্রথম পরীক্ষার্থীদের খাতা দেখাবে রাজ্যের উচ্চমাধ্যমিক সংসদ। ফলপ্রকাশের পর অনলাইনে করা যাবে আবেদন। সেই আবেদনের ভিত্তিতেই সুযোগ মিলবে উত্তরপত্র দেখার। তবে সংসদে এসে দেখতে হবে উত্তরপত্র। মূল্যায়নে সন্তুষ্ট না হলে জানানো যাবে অভিযোগ।