Advertisment

"বিরোধীদের বিরুদ্ধে তৃতীয় সার্জিক্যাল স্ট্রাইক করবেন ভোটাররা"

2019 Lok Sabha Elections: ‘‘২০১৯ সালের নির্বাচনে বিরোধীদের বিরুদ্ধে তৃতীয় সার্জিক্যাল স্ট্রাইক করবেন দেশের ভোটাররা।’’

author-image
IE Bangla Web Desk
New Update
sushma swaraj, general elections 2019, loksabha vote 2019, সুষমা স্বরাজ, লোকসভা ভোট ২০১৯

সুষমা স্বরাজ। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

General Election 2019: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন সুষমা স্বরাজ। রবিবার মুম্বইয়ে দলের একটি কর্মসূচিতে সুষমা বলেছেন, আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। যেটা করবেন দেশের ভোটাররা। বিরোধীদের বিরুদ্ধে এই সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। পাশাপাশি বিজেপিই যে ফের কেন্দ্রে ক্ষমতায় ফিরছে, সে ব্যাপারেও যথেষ্ট ‘আত্মবিশ্বাসী’ বিদেশমন্ত্রী।

Advertisment

রবিবার বিজেপি মহিলা নেতৃত্বের একটি অনুষ্ঠানে সুষমা বলেছেন, "২০১৯ সালের নির্বাচনে বিরোধীদের বিরুদ্ধে তৃতীয় সার্জিক্যাল স্ট্রাইক করবেন দেশের ভোটাররা।" দলীয় কর্মীদের উদ্দেশে সুষমা বলেন, "গোটা দেশজুড়ে তিনটি স্লোগান সবার মুখে মুখে ঘুরছে - ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় হিন্দ।"

আরও পড়ুন, Lok Sabha Election 2019 Schedule Updates: ১১ এপ্রিল থেকে সাত দফায় ভোট, গণনা ২৩ মে

অন্যদিকে, ভোট প্রচার চলাকালীন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলার সময় দলীয় কর্মীরা যাতে সতর্ক হন, সে বার্তাও দিয়েছেন সুষমা। প্রচার চলাকালীন কর্মীদের যদি বালাকোটে এয়ার স্ট্রাইকের প্রমাণ নিয়ে কোনও প্রশ্নের সম্মুখীন হতে হয়, তার কীভাবে মোকাবিলা করা হবে, সে জবাবও তৈরি করে দিয়েছেন বিদেশমন্ত্রী। সুষমার জবাব, "জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছিল সেনা। ভারতে জঙ্গিদের মৃতদেহ ফিরিয়ে আনা ওদের কাজ নয়।"

প্রসঙ্গত, রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে উনিশের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। এবার সাত দফায় ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় ভোট ১১ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট ১৮ এপ্রিল, তৃতীয় দফায় ভোট ২৩ এপ্রিল, চতুর্থ দফায় ভোট ২৯ এপ্রিল, পঞ্চম দফায় ভোট ৬ মে, ষষ্ঠ দফায় ভোট ১২ মে, সপ্তম দফায় ভোট ১৯ মে। ভোট গণনা করা হবে ২৩ মে। এবারের লোকসভা ভোটে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন।

Read the full story in English

lok sabha 2019 General Election 2019 Surgical Strike
Advertisment