Advertisment

ভোটের শুরুতেই রক্তপাত, ব্যারাকপুরে ঠোঁট ফাটল অর্জুনের

Loksabha Election 2019: অর্জুন সিং-এর উপর তৃণমূল কর্মীরা আক্রমণ করেছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী অর্জুনের ঠোঁট ফেটে গিয়েছে বলে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
arjun singh, অর্জুন সিং

অর্জুন সিং। ছবি: ফেসবুক।

General Election 2019: রক্তাক্ত অর্জুন সিং। ব্যারাকপুরের মোহনপুর এলাকায় প্রকাশ্যে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুন সিং-এর উপর তৃণমূল কর্মীরা আক্রমণ করেছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী অর্জুনের ঠোঁট ফেটে গিয়েছে বলে খবর। টিটাগড়ের আইসি-র সামনে তৃণমূলের গুন্ডারা বহিরাগতদের নিয়ে এসে হামলা করেছে বলে অভিযোগ তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অর্জুনের। ঘটনার পরই টেলিফোনে নির্বাচন কমিশনকে গোটা ঘটনার বিবরণ-সহ অভিযোগ জানিয়েছেন অর্জুন সিং।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

সোমবার পঞ্চম দফার নির্বাচনের দিন সকালেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসতে শুরু করে।  সোমবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ ২৪১ নং বুথের সামনে অর্জুনের ওপরে হামলা ঘটেছে। অর্জুন সে সময় ওই এলাকায় কর্মীদের নিয়ে যাচ্ছিলেন। অর্জুনের বিজেপি শিবিরের অভিযোগ, তৃণমূল কর্মীরা গেরুয়া সমর্থকদের ভোটে বাধা দিচ্ছে এবং এজেন্টদের বসতে দিচ্ছে না। অন্যদিকে, তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে। বরং ঘাসফুলকর্মীদের পাল্টা অভিযোগ, অর্জুন সিং এলাকায় আসার পরই গণ্ডগোলের সূত্রপাত। এই মুহূর্তে এলাকা রীতিমতো অগ্নিগর্ভ।

আরও পড়ুন: West Bengal Lok Sabha 2019 Polling Live: পঞ্চম দফায় অশান্ত ব্যারাকপুর, আক্রান্ত অর্জুন

এ ঘটনার পরে নৈহাটির বুথে অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে অর্জুন বললেন, ‘‘এসব তৃণমূলের সংস্কৃতি।’’ নৈহাটিতে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অর্জুন। বহিরাগতদের দেখে তাড়া করেন অর্জুন।

প্রসঙ্গত, ভোটের আগের দিন রবিবারও উত্তপ্ত ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। হালিশহরে এক বিজেপি কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যে ঘটনাতেও পুলিশের সঙ্গে বচসা করতে দেখা যায় অর্জুনকে। এ ঘটনায় ওই এলাকায় তৃণমূলের কার্যালয়ে পাল্টা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে, হালিশহরের আরেক তৃণমূল কাউন্সিলরের উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

ভাটপাড়ার ডাকাবুকো নেতা অর্জুন সিং ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। লোকসভা নির্বাচনে টিকিট না মেলাতেই অসন্তোষ প্রকাশ করে অর্জুন হাতে পদ্মপতাকা তুলে নেন। উল্লেখ্য, শাসক শিবিরে থাকার সময়ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুনের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি বরাবরই লম্বা থাকত। একদা তৃণমূলের এই তাবড় নেতার বিরুদ্ধে প্রায়শই অভিযোগ করতেন বিরোধীরা। এবারও তার ব্যতিক্রম হল না। দলবদলে এবার বিজেপিতে যাওয়া অর্জুনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করছে শাসকদল। মোহনপুরের ঘটনায় অর্জুনের বিরুদ্ধে পাল্টা গুণ্ডাগিরির অভিযোগ করেছে তৃণমূল।

bjp lok sabha 2019 All India Trinamool Congress Arjun Singh
Advertisment