খাস কলকাতার বুকে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কসবায় বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ টাকা বিলি করে ভোটের সকালে ভোটারদের প্রভাবিত করছেন বলে বড়সড় অভিযোগ তুলেছেন বিরোধীরা।
এদিন সকালে ইন্দ্রনীল খাঁকে ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন ইন্দ্রনীল খাঁ। এদিকে জানা গিয়েছে কসবায় কেন্দ্রীয় বাহিনী থেকে পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি শুরু হয়।
আরও পড়ুন, West Bengal Election 2021 Live Update: দিনহাটায় তৃণমূল এজেন্টকে ‘মারধর’ করে ভাইপোকে ‘অপহরণ’, কাঠগড়ায় বিজেপি
অন্যদিকে, কসবা বিধানসভার বেদিয়াডাঙা ফার্স্ট লেনে বিজেপির কসবার দুই নম্বর মণ্ডল সভাপতি রূপেশ সিংহের বাড়িতে গতকাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। গতকাল থেকেই উত্তপ্ত কসবা এলাকা। স্থানীয়দের অভিযোগ, ভোটের কয়েকদিন আগে থেকেই কসবার ৬৭নং ওয়ার্ড এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। বিজেপিকে ভোট না দেওয়ার হুমকি দিয়ে বারবার তাঁদের উপর চাপ দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের তরফে।
কসবা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করল মমতা শিবির। সকালে ভোট শুরু হতে না হতে বিভিন্ন জায়গায় পরিদর্শনে যান বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন