Advertisment

NDA Meeting: মোদীর শপথ গ্রহণের আগেই তড়িঘড়ি NDA-এর জরুরি বৈঠক, বিশেষ কোন কারণ?

আগামীকাল দিল্লিতে NDA-র গুরুত্বপূর্ণ বৈঠক। ৮ জুন টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার একদিন আগে অর্থাৎ শুক্রবার (৭ জুন) বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সাংসদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মোদীর শপথ গ্রহণের আগেই NDA-এর জরুরি বৈঠক, বিশেষ কোন কারণ?

Election Results 2024: আগামীকাল দিল্লিতে NDA-র গুরুত্বপূর্ণ বৈঠক। ৮ জুন টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার একদিন আগে অর্থাৎ শুক্রবার (৭ জুন) বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সাংসদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লিতে।

Advertisment

শুক্রবার (৭ জুন) একটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য বিজেপি এনডিএ-এর সমস্ত মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে বলেই খবর। আগামী ৭ জুন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এই বৈঠকে। যেখানে দলের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও নেতারা উপস্থিত থাকবেন।

শুক্রবার বিজেপি সংসদীয় দলের একটি বৈঠকও হতে পারে, যেখানে সমস্ত বিজেপি সাংসদরা একত্রিত হবেন। বিজেপি শাসিত রাজ্যগুলির সমস্ত মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

শুক্রবারই এনডিএ জোটের সমস্ত সাংসদের বৈঠক। যেখানে নরেন্দ্র মোদীকে এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হবে। পরের দিন ৮ জুন, নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি

বুধবার (৫ জুন) প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এনডিএ বৈঠকে সব দল সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদীকে তাদের নেতা নির্বাচিত করে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেছিলেন, যা টিডিপি সভাপতি চন্দ্রবাবু নাইডু, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান একনাথ শিন্ডে সহ সমস্ত এনডিএ নেতারা সমর্থন করেছিলেন।

আরও পড়ুন : < Tejashwi Yadav On Nitish kumar: ‘কিংমেকার হলে করে দেখান’, নীতীশকে হালকা ‘ধাক্কা’ তেজস্বীর >

কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

প্রধানমন্ত্রীর বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে অনুষ্ঠিত এনডিএ-র গুরুত্বপূর্ণ বৈঠকে ১৬টি এনডিএ দলের বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করার সময়, প্রধানমন্ত্রী মোদী প্রথমে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এনডিএ-কে পরপর তৃতীয় মেয়াদ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেছিলেন যে আমরা একটি উন্নত ভারতের সংকল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এর জন্য অটুট নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

NDA modi loksabha election 2024
Advertisment