Advertisment

'দিদি নয়, আপনি একজনের পিসি হয়েই রয়ে গেলেন', কটাক্ষ মোদীর

মমতা সরকারের তোলাবাজি-সিন্ডিকেটরাজ, দুর্নীতির, তোষণনীতির বিরুদ্ধে 'ভাইপো'র প্রসঙ্গে টেনে সুর চড়ান প্রধানমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্রিগেডের মঞ্চেও 'ভাইপো' কটাক্ষ। 'ভাইপো'কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য 'পিসি'কে নিশানা করলেন প্রধানমন্ত্রী। মোদীর সাফ কথা, 'ভাইপোর অব্দারপূরণ করতে গিয়ে গোটা ভারতের দিদির বদলে একজনের পিসি হয়ে রয়ে গেলেন মমতা।'

Advertisment

কী বলেছেন মোদী?

ব্রিগেডের মঞ্চে আসল পরিবর্তনের ডাক দেন মোদী। তারপরই সুর চড়ান মমতা সরকারের তোলাবাজি-সিন্ডিকেটরাজ, দুর্নীতির, তোষণনীতির বিরুদ্ধে। এরপরই দুর্নীতি ইস্যুতে 'ভাইপো'র প্রসঙ্গে টানেন প্রধানমন্ত্রী।

নমোর কথায়, 'ভারতের মেয়েকে গোটা বাংলা পাশে চেয়েছিল। কিন্তু, আপনি দিদি হতে পারলেন না। একজনের পিসি হয়েই রয়ে গেলেন। ভাইপোর চাহিদাপূরণ করতেই আগাগোড়া ব্যাস্ত রইলেন।'

আরও পড়ুন- PM Modi Brigade ‘এবার তৃণমূলের খেল খতম’, হুঁশিয়ারি মোদীর

আরও পড়ুন- বাংলায় ‘আসল পরিবর্তন’ বলতে কী বোঝায়? জবাব দিলেন মোদী

ভাষণের শুরুতেই মমতা সরকারকে ‘বিশ্বাসভঙ্গকারী’র সরকার বলে কটাক্ষ করেন তিনি। চড়া সুরে বলেন, ‘রাজ্যবাসী সোনার বাংলা চায়। প্রগতিশীল বাংলা, উন্নয়নের বাংলা চায়। আপনারা দিদি-র হাতে বাংলার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে। কিন্তু এখন বাঙালি কোমর বেঁধেছে। এবার আসল পরিবর্তন হবেই।’

বিজেপি ক্ষমতায় এলে বাংলা বাংলার উন্নয়নে নতুন সংকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রীয। বলেছেন, ‘আগামী ২৫ বছর খুব গুরুত্বপূর্ণ। তার প্রধম ধাপ এই বিধানসভা নির্বাচন। আগামী ৫ বছর আগামী ২৫ বছরের উন্নয়ের ভিত্তি তৈরি করবে। এটা বাংলাকে উন্নয়নের নতুন শিখরে পৌঁছানোর ভোট। স্বাধীনতার ১০০ বছরে অর্থাৎ ২০৪৭ সালে বাংলা সারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অবস্থায় চলে আসবে।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee modi West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment