লোকসভা নির্বাচনের উত্তাপকে টেক্কা দিল ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন। ভাটপাড়ায় উপনির্বাচন ঘিরে কুরুক্ষেত্র বাঁধল কাঁকিনাড়ায়। দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়াল কাাঁকিনাড়ার কাটাপুকুর এলাকায়। তৃণমূল প্রার্থী মদন মিত্রকে ঘিরে বোমাবাজির অভিযোগ উঠেছে। রবিবার দুপুর আড়াইটে নাগাদ ওই এলাকায় মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলে। পরিস্থিতি সামলাতে এলাকায় র্যাফ নামানো হয়। লাঠিচার্জ করে পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা প্রসঙ্গে অর্জুন সিংকে নিশানা করে মদন বলেন,‘‘অর্জুন ক্ষমতার নেশায় উন্মাদ হয়ে গেছে’’।
আরও পড়ুন: হাফপ্যান্ট-বারমুডা-হটপ্যান্ট পরে সব ঢুকে পড়ছে: মদন মিত্র
ঠিক কী ঘটেছে?
কাঁকিনাড়ার কাটাপুকুর এলাকায় ব্যাপক বোমাবাজি চলে। দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। তৃণমূলের অভিযোগ, ওই এলাকায় যাচ্ছিলেন মদন মিত্র। সে সময়ই তাঁকে ঘিরে বোমাবাজি চলে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে শাসকশিবির। এ ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ। এলাকায় কার্ফু জারি করা হয়েছে। ইতিমধ্যেই এ ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
এ ঘটনা প্রসঙ্গে অর্জুন সিংকে নিশানা করে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ভাটপাড়ার তৃণমূল প্রার্থী মদন মিত্র বলেন, ‘‘অর্জুন ক্ষমতার নেশায় উন্মাদ হয়ে গেছে। মানুষকে মানুষ বলে মনে করছে না। অসভ্যতা করছে। বোমা ছুড়ছে। কমিশন কী করছে? কিচ্ছু করছে না। অর্জুন মানুষকে মতপ্রকাশ করতে দিচ্ছে না’’।
আরও পড়ুন: অর্জুন গড়ে হামলার মুখে মদন, গুলি-বোমার লড়াইয়ে জখম তিন
এ ঘটনার পরে কাঁকিনাড়ায় অর্জুন সিংকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে অর্জুন সিংয়ের। ‘‘মদন মিত্রই এসব করাচ্ছে’’ বলে অভিযোগ অর্জুনের।
প্রসঙ্গত, ভোটের আগের রাতে ভাটপাড়ার আর্য সমাজ মোড়েও তুমুল অশান্তি বাধে। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বোমাবাজি ও গুলি চলে বলেও অভিযোগ উঠেছে।