Advertisment

হাফপ্যান্ট-বারমুডা-হটপ্যান্ট পরে সব ঢুকে পড়ছে: মদন মিত্র

মদন বলেন, ‘‘গেট দিয়ে অবাধে হু হু করে ভিতরে ঢুকে যাচ্ছে সবাই। হাফপ্যান্ট, বারমুডা, হটপ্যান্ট পরে ঢুকে যাচ্ছে। জানি কতদূর যেতে হবে। আজ তো খেলা শেষ নয়, সবে শুরু’’।

author-image
IE Bangla Web Desk
New Update
madan mitra, মদন মিত্র

মদন মিত্র। ফাইল ছবি।

লোকসভা নির্বাচনের শেষ দফায় ভাটাপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে তেতে উঠল বঙ্গ রাজনীতি। বেলা বাড়তেই ভাটপাড়ায় উত্তেজনার পারদ চড়তে শুরু করল। এদিন তৃণমূল প্রার্থী মদন মিত্রকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বুথে প্রবেশে বাধা পেয়ে এদিন ক্ষোভে ফুঁসেছেন মদন মিত্র। বাধা দানের ঘটনায় একদিকে যেমন বিজেপির অর্জুন সিংয়ের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন মদন, তেমনই কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেছেন মমতা সৈনিক।

Advertisment

ঠিক কী অভিযোগ মদন মিত্রের?

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের ৩৭নং বুথে তৃণমূলের এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেছেন মদন। পাশাপাশি কাঁকিনাড়ায় ৪২নং বুথে মদনকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘চূড়ান্ত নোংরামি হচ্ছে। এরকম বেনজির নির্বাচন কোনওদিন দেখিনি। খবর পেয়ে ৩৭নং বুথে যাই। এখানে সত্যজিৎ মাস্টার বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন, তাঁকে বেধড়ক মারধর করে তুলে দিয়েছে ওরা। গিয়ে দেখি, গেট দিয়ে অবাধে হু হু করে ভিতরে ঢুকে যাচ্ছে সবাই। হাফপ্যান্ট, বারমুডা, হটপ্যান্ট পরে ঢুকে যাচ্ছে"। এরপরই সতর্ক করে দিয়ে মদনের মন্তব্য, "জানি, কতদূর যেতে হবে। আজ তো খেলা শেষ নয়, সবে শুরু। কেন্দ্রীয় বাহিনী কোথায়? কমিশনে আমরা অভিযোগ জানাব’’।

আরও পড়ুন: Bhatpara bypoll 2019 Live Updates: মদন মিত্রকে বুথে ঢুকতে ‘বাধা’ কেন্দ্রীয় বাহিনীর

কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে মদন মিত্র বলেন, ‘‘একটা কথা কেন্দ্রীয় বাহিনীকে বলছি, আমাদের চমকালে ধমকালে হবে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। আমাদের চমকে লাভ নেই’’। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আমোদ-প্রমোদ করার অভিযোগ প্রসঙ্গে অর্জুন সিংকে আক্রমণ করে ভাটপাড়ার তৃণমূল প্রার্থী বলেন, ‘‘আগের রাতে ফূর্তি হয়েছে। অর্জুন সিং অ্যান্ড কোম্পানির তো পয়সার অভাব নেই!’’

আরও পড়ুন: অর্জুন উন্মাদ হয়ে বোমা ছুড়ছে: মদন মিত্র

এর আগে অর্জুন বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে মদন বলেন, ‘‘আমরা পেশিশক্তি প্রদর্শনে বিশ্বাস করি না। চাইলে ৫ মিনিটে সব সাফ করে দিতে পারি। সকাল থেকে সবাই ভোট দেওয়ার চেষ্টা করছেন। সেটা দেখে অর্জুন সিং গোলমাল পাকানোর চেষ্টা করছেন’’।

প্রসঙ্গত, দীর্ঘদিন বাদে আবারও ভোটের লড়াইয়ে শামিল হয়েছেন মদন মিত্র। ভাটপাড়ায় অর্জুন গড়ে এবার রীতিমতো চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে মদন। মদনকে টেক্কা দিতে ওই কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী অর্জুন-পুত্র পবন সিং।

bjp tmc
Advertisment